Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National News

আফগানিস্তানের সঙ্গে এয়ার করিডর তৈরি করে একগুঁয়ে মনোভাবের পরিচয় দিচ্ছে ভারত, সমালোচনা চিনে

সোমবার চিনা কমিউনিস্ট পার্টির মুখপাত্র গ্লোবাল টাইমস-এ এই অভিযোগ তুলে কড়া ভাষায় আক্রমণ করা হয়েছে ভারতকে। সেখানে দিল্লির এই সিদ্ধান্তকে ‘একগুঁয়ে ভূ-রাজনৈতিক সিদ্ধান্তের ফসল’ হিসাবে উল্লেখ করা হয়েছে।

কাবুল থেকে ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাল প্রথম বিমান। ছবি: পিটিআই

কাবুল থেকে ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাল প্রথম বিমান। ছবি: পিটিআই

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ জুন ২০১৭ ২২:১১
Share: Save:

পাকিস্তানকে পাশ কাটিয়ে আফগানিস্তানের সঙ্গে এয়ার করিডর বানিয়ে আসলে একগুঁয়ে মনোভাবেরই পরিচয় দিচ্ছে ভারত, এমনই অভিযোগ তুলল চিন। সোমবার চিনা কমিউনিস্ট পার্টির মুখপাত্র গ্লোবাল টাইমস-এ এই অভিযোগ তুলে কড়া ভাষায় আক্রমণ করা হয়েছে ভারতকে। সেখানে দিল্লির এই সিদ্ধান্তকে ‘একগুঁয়ে ভূ-রাজনৈতিক সিদ্ধান্তের ফসল’ হিসাবে উল্লেখ করা হয়েছে।

গত সপ্তাহে ভারত-আফগানিস্তানের যৌথ উদ্যোগে নতুন এয়ার করিডরের উদ্বোধন করেছে নয়াদিল্লি। দু’পক্ষের বাণিজ্যিক সম্পর্কের আরও উন্নতির পাশাপাশি পাকিস্তানকে চাপে রাখাও এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য বলেই মনে করছে কূটনৈতিক মহল। চিন-পাকিস্তান ইকনমিক করিডর (সিপিইসি)-কে কোনও দিনই মান্যতা দেয়নি দিল্লি। উল্টে পাক অধিকৃত কাশ্মীরের মধ্য দিয়ে তৈরি হওয়া এই করিডরের বিরুদ্ধে বার বারই সুর চড়িয়েছে ভারত। এ বার তাই সড়কপথে প্রতিবেশী দেশ পাকিস্তানকে পাশ কাটিয়ে আকাশপথে কাবুলের সঙ্গে যুক্ত হল নয়াদিল্লি। পাকিস্তানের মাটি ব্যবহার করে ভারত ও আফগানিস্তানের মধ্যে পণ্য পরিবহণ নিষিদ্ধ হওয়ার পরই এই নতুন ব্যবস্থা নিয়েছে কাবুল ও নয়াদিল্লি।

আরও পড়ুন: সার্জিকাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তোলেনি কেউ, আমেরিকায় মোদী

আফগানিস্তানের সঙ্গে দিল্লির এই সৌহার্দ্যের সম্পর্ককেই সিদুঁরে মেঘ হিসাবে দেখছে বেজিং। গ্লোবাল টাইমস-এর বক্তব্য, প্রথম থেকেই সিপিইসি-র বিরোধিতা করে আসছে ভারত। সেখানে এখন নতুন এয়ার করিডর তৈরি করে পাকিস্তান সম্বন্ধে তাদের একগুঁয়ে মনোভাবেরই পরিচয় দিচ্ছে দিল্লি। পাশাপাশি, ভারতের এই উদ্যোগ আসলে নিজের নেটওয়ার্ক তৈরির উদ্দেশ্যে, এমন দাবি করেছে চিনের অন্যতম প্রধান এই সংবাদ মাধ্যম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE