Advertisement
২৪ এপ্রিল ২০২৪
CCTV

নারী সুরক্ষায় দেশের ৮ শহরে বসবে সিসিটিভি, পরিকল্পনা কেন্দ্রের

মহিলাদের বিরুদ্ধে অপরাধ রুখতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করার কথা ভাবনা-চিন্তা করছে নরেন্দ্র মোদী সরকার। নারী সুরক্ষা জোরদার করতে দেশের বিভিন্ন শহরে পুলিশি নজরদারি বাড়ানো ছাড়াও শীঘ্রই প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হবে।

সংবাদ সং‌স্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৭ ১০:৫৩
Share: Save:

মহিলাদের বিরুদ্ধে অপরাধ রুখতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করার কথা ভাবনা-চিন্তা করছে নরেন্দ্র মোদী সরকার। নারী সুরক্ষা জোরদার করতে দেশের বিভিন্ন শহরে পুলিশি নজরদারি বাড়ানো ছাড়াও শীঘ্রই প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, নারী সুরক্ষার বিষয়টি খতিয়ে দেখতে বুধবার বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব গৌবা। বৈঠকে ছিলেন পুরসভাগুলির কমিশনার, পুলিশ কমিশনার, রাজ্য সরকারগুলির উচ্চপদস্থ আধিকারিক। সেই বৈঠকেই নিরাপত্তার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: আইনের চিন্তা তাৎক্ষণিক তালাক বন্ধে

বৈঠকে পুলিশি নজরদারি ও বেসরকারি উদ্যোগে সিসিটিভি ক্যামেরা বসানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মহিলাদের নিরাপত্তা নিয়ে পরিকল্পনা সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যসচিবের নেতৃত্বে গঠিত কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হবে। এক মাসের মধ্যে সেই পরিকল্পনা পাঠাতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে গঠিত কমিটির কাছে। তার পরই এই কমিটি প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য পরামর্শ দেবে।

আরও পড়ুন: তিন তালাক রুখতে আইন আনার পথে কেন্দ্র

এ দিনের বৈঠকে নারী নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি ক্যামেরা, থানায় মহিলাদের নিয়োগ, সাইবার অপরাধ রোধ করা, পরিকাঠামো উন্নয়ন, অপরাধপ্রবণ অঞ্চলগুলি চিহ্নিত করা-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। কলকাতা ছাড়া এই তালিকাভুক্ত শহরগুলি হল দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, অমদাবাদ, লখনউ ও হায়দরাবাদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Women Safety CCTV
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE