Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ভোটের মুখে বিজেপিতে কংগ্রেসের দুই নেতা

পুরভোটে প্রচারের সুযোগ না পেয়ে আজ সকালেই ক্ষোভ জানিয়েছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। দুপুর গড়াতেই তাঁর মন্ত্রিসভার প্রাক্তন সদস্য অরবিন্দ সিংহ লাভলি যোগ দিলেন বিজেপিতে। দিল্লির যুব কংগ্রেস সভাপতি অমিত মালিকও অমিত শাহের পা ছুঁয়ে যোগ দিলেন গেরুয়া শিবিরে।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৭ ০৪:০৬
Share: Save:

পুরভোটে প্রচারের সুযোগ না পেয়ে আজ সকালেই ক্ষোভ জানিয়েছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। দুপুর গড়াতেই তাঁর মন্ত্রিসভার প্রাক্তন সদস্য অরবিন্দ সিংহ লাভলি যোগ দিলেন বিজেপিতে। দিল্লির যুব কংগ্রেস সভাপতি অমিত মালিকও অমিত শাহের পা ছুঁয়ে যোগ দিলেন গেরুয়া শিবিরে।

দিল্লিতে পুরভোটের পাঁচ দিন আগে জোড়া উইকেট তুলে নিয়ে রাহুলকে ধাক্কা দিলেন বিজেপি সভাপতি। টিকিট বণ্টন নিয়ে ক্ষুব্ধ কংগ্রেস নেতারা কয়েক সপ্তাহ ধরেই প্রদেশ সভাপতি অজয় মাকেনের বিরুদ্ধে সরব হয়ে রাহুলের দ্বারস্থ হচ্ছিলেন। কংগ্রেস সহ-সভাপতি দলের শীর্ষস্থানীয় নেতা অহমেদ পটেলকে পাঠিয়েছিলেন অসন্তুষ্টদের বোঝানোর জন্য। কিন্তু কাজের কাজ কিছুই হল না।

আরও পড়ুন: শশীকেই সরিয়ে দিলেন পলানী

রাহুলের মধ্যস্থতা সত্ত্বেও মাকেন যে ভাবে শীর্ষ নেতাদের ‘উপেক্ষা’ করেছেন, তা নিয়ে সকালেই ক্ষোভ জানিয়েছিলেন শীলা। কেন তিনি ভোটের প্রচার করছেন না, জানতে চাওয়া হলে শীলা বলেন, ‘‘সেটা অজয় মাকেনকেই জিজ্ঞাসা করুন।’’ দলের অনেকের মত, বিদ্রোহ
সামাল না দিয়ে মাকেনেই আস্থা রেখেছিলেন রাহুল। এখন তারই ফল ভোগ করতে হচ্ছে।

শীলা অবশ্য লাভলির সমালোচনা করে বলেছেন, ‘‘কংগ্রেস তাঁকে এত কিছু দিয়েছে। এখন দল ছেড়ে গদ্দারি করলেন।’’ তবে কংগ্রেসেরই অনেকের মত, লাভলি দল ছাড়ায় শীলা আসলে অখুশি নন। কিন্তু প্রকাশ্যে দেখাতে চান, তিনি কোথাও কোনও কলকাঠি নাড়েননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE