Advertisement
১৯ এপ্রিল ২০২৪
বিজেপির বিরুদ্ধে তৎপরতা

কুরুক্ষেত্রে ‘কৌরবদের’ বিরুদ্ধে যুদ্ধ শুরু রাহুলের

শাসক বিজেপির দুই প্রধান ক্ষমতাধর, নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে সরাসরি নিশানা করা শুধু নয়, সেই সঙ্গে আরএসএসের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করলেন রাহুল। দ্বিতীয় মহাভারতের যে যুদ্ধে ‘কৌরব’ বিজেপি এবং আরএসএস। আর ‘পাণ্ডব’ কংগ্রেস।

নেতা: অধিবেশনের দ্বিতীয় দিনে সভাপতি রাহুল। রবিবার দিল্লির ইন্দিরা গাঁধী স্টেডিয়ামে। ছবি: পিটিআই।

নেতা: অধিবেশনের দ্বিতীয় দিনে সভাপতি রাহুল। রবিবার দিল্লির ইন্দিরা গাঁধী স্টেডিয়ামে। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৮ ০৩:৪৩
Share: Save:

আধুনিক যুগের ‘কৌরবদের’ বিরুদ্ধে যুদ্ধের ডাক দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।

শাসক বিজেপির দুই প্রধান ক্ষমতাধর, নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে সরাসরি নিশানা করা শুধু নয়, সেই সঙ্গে আরএসএসের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করলেন রাহুল। দ্বিতীয় মহাভারতের যে যুদ্ধে ‘কৌরব’ বিজেপি এবং আরএসএস। আর ‘পাণ্ডব’ কংগ্রেস।

প্লেনারি অধিবেশনের মঞ্চ থেকে লোকসভা ভোটের ডাক দিয়ে দলকে চাঙ্গা করাই এখন মূল লক্ষ্য রাহুলের। অন্য বিরোধী দলের মতোই তাই অভিন্ন প্রতিপক্ষ মোদী-শাহের সঙ্গে আরএসএস-কেও টেনে এনে এক সূত্রে নিশানা করে ঝাঁঝালো আক্রমণ করলেন রাহুল। তাঁর বক্তব্য, নরেন্দ্র মোদী মানেই দুর্নীতি, মিথ্যাচার। আর অমিত শাহ হত্যায় অভিযুক্ত। সেই সঙ্গে দলকে বললেন, ‘‘সংগঠিত ও অর্থবলে বলীয়ান কৌরবরা যেমন ক্ষমতার জন্য লড়তেন, আরএসএস-বিজেপিও তেমন। আর বিনয়ী পাণ্ডবদের মতোই কংগ্রেস লড়বে সত্যের জন্য।’’

এ দিন বক্তৃতার পরতে পরতে মহাভারত থেকে ভগবান, মন্দিরে পুজো, আর সঙ্ঘ পরিবারের অন্যতম আদর্শ বিনায়ক সাভারকরের নিন্দা করে আসলে বিজেপির হিন্দু ভোটব্যাঙ্কেই থাবা বসাতে চেয়েছেন রাহুল। যে কারণে তড়িঘড়ি আসরে নেমে মোদী সরকারের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ‘‘হেরোর প্রলাপ বকছেন কংগ্রেস সভাপতি! যারা রামের অস্তিত্ব মানেনি, তারাই হিন্দুত্বের কথা বলছে!’’

আরও পড়ুন: দক্ষিণী রাজ্যগুলো ভারত ছাড়তে চাইলে স্বাগত: স্ট্যালিনের মন্তব্যে বিতর্ক

এ দিন বারেবারে মোদী-শাহকে নিশানা করেছেন রাহুল। দুর্নীতি প্রশ্নে প্রধানমন্ত্রীকে বিঁধতে গিয়ে মোদী নামের সঙ্গে মিল টেনে ললিত থেকে নীরব— সবাইকে এক সূত্রে গেঁথেছেন রাহুল। যার জবাবে বিজেপির বক্তব্য, সব মোদীকে এক আসনে বসিয়ে রাহুল প্রধানমন্ত্রীর জাত তুলে আক্রমণ করেছেন। মণিশঙ্কর আইয়ারের ‘নীচ’ মন্তব্য ঘিরে খোদ প্রধানমন্ত্রী যে ভাবে আসরে নেমেছিলেন, এ বারেও বিজেপি সেই ভাবে নামছে।

বিজেপি সভাপতি অমিত শাহকে ‘হত্যার অভিযুক্ত’ বলে রাহুল বলেন, ‘‘কংগ্রেসে এমন সভাপতিকে কেউ মেনে নেবে না।’’ নির্মলার দাবি, অমিত শাহের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অভিযোগ আনা হয়েছিল। এখন কোনও অভিযোগ নেই।

কংগ্রেসের বক্তব্য, রাহুল জানেন তাঁর দলের দুর্বল অবস্থার কথা। মোড় ঘোরাতে বিজেপি-সঙ্ঘের বিরুদ্ধ-হাওয়া কাজে লাগাতে মরিয়া তিনি। বিজেপি-বিরোধী জোটের নেতৃত্ব দিতে গেলে তাঁকেই যে মোদী-বিরোধী মুখ হিসেবে উঠে আসতে হবে, সেটাও জানেন। তাই ‘অচ্ছে দিন’, বেকারি-কৃষি দুরবস্থা থেকে মুখ ঘোরাতে ইন্ডিয়া গেটে মোদীর যোগাসন, বিচারব্যবস্থা-সংবাদমাধ্যমে বিজেপির হস্তক্ষেপ— মোদী-বিরোধী কোনও অস্ত্রই হাতছাড়া করছেন না তিনি। সেই সঙ্গেই বলেছেন, ‘‘মোদী ভাবেন উনি ভগবানের অবতার। তাই ভুল মানেন না! আমি মানুষ। তাই ভুল স্বীকার করি। ভুল থেকে শিক্ষা নিই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE