Advertisement
১৯ এপ্রিল ২০২৪

গডসেকে নিয়ে নাটকে বিতর্ক

সাংস্কৃতিক অনু্ষ্ঠানের অঙ্গ হিসেবে চলতি সপ্তাহে বিশ্ববিদ্যালয়ে নথুরাম গডসের উপর নাটক মঞ্চস্থ হয়েছে। এই নাটকের বিরুদ্ধে বুধবার থানায় অভিযোগ দায়ের করেছেন একদল ছাত্রছাত্রী। তাঁদের দাবি, বিতর্কিত মরাঠি নাটক ‘আমি নথুরাম গডসে বলছি’ অবলম্বনে তৈরি ওই নাটকে নথুরামকে মহান দেখানো হয়েছে।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৫৮
Share: Save:

নথুরাম গডসের জীবনী নিয়ে নাটককে ঘিরে বিতর্ক ছড়াল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে।

সাংস্কৃতিক অনু্ষ্ঠানের অঙ্গ হিসেবে চলতি সপ্তাহে বিশ্ববিদ্যালয়ে নথুরাম গডসের উপর নাটক মঞ্চস্থ হয়েছে। এই নাটকের বিরুদ্ধে বুধবার থানায় অভিযোগ দায়ের করেছেন একদল ছাত্রছাত্রী। তাঁদের দাবি, বিতর্কিত মরাঠি নাটক ‘আমি নথুরাম গডসে বলছি’ অবলম্বনে তৈরি ওই নাটকে নথুরামকে মহান দেখানো হয়েছে। যুক্তিসঙ্গত দেখানো হয়েছে মোহনদাস কর্মচন্দ গাঁধীর হত্যাকে।

নাটকটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল’ হয়েছে। এর পরেই পুলিশের কাছে অভিযোগ জানান বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের এক দল পড়ুয়া। তাঁদের
কথায়, ‘‘দেশের সাংবিধানিক মূল্যবোধকে আঘাত করে, এমন একটি নাটককে কী ভাবে ছাড়পত্র দেওয়া হল? এটি একটি বড় চক্রান্তের অংশ। ফাঁসির সাজাপ্রাপ্ত জঙ্গি নথুরামকে মহান করে দেখিয়ে এই নাটক ভারতবাসীর ভাবাবেগে আঘাত করেছে। যা দেশদ্রোহের সামিল।’’

পুলিশকর্তা সঞ্জীব মিশ্র জানিয়েছেন, নাটকটির ভিডিও তাঁরা এখনও হাতে পাননি। সেটি পেলেই তদন্ত শুরু হবে। ছাত্রছাত্রীদের অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের কাছেও পাঠানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE