Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ক্ষমা চেয়েও তোপের মুখে দিল্লির সেই ক্লাব

মঙ্গলবার মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজুকে। আদপে উত্তর-পূর্বেরই বাসিন্দা রিজিজু তার পর দিল্লির পুলিশ কমিশনারকে ফোন করে বলেন, এই ঘটনা জাতিবিদ্বেষের চরম নিদর্শন।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি ও গুয়াহাটি শেষ আপডেট: ২৮ জুন ২০১৭ ০৪:১০
Share: Save:

তাইলিন লিংডোর কাছে ক্ষমা চাইলেন দিল্লি গল্‌ফ ক্লাব কর্তৃপক্ষ। অসমের আমলা নিবেদিতা বরঠাকুরের পরিবারের গভর্নেস তাইলিনকে রবিবার খাবারের টেবিল থেকে উঠিয়ে দেন ক্লাবের কর্মীরা। বলা হয়, খাসি পোশাক ‘জেনসেম’ পরিহিত তাইলিন নাকি আদৌ ভদ্রস্থ পোশাক পরেননি।

মঙ্গলবার মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজুকে। আদপে উত্তর-পূর্বেরই বাসিন্দা রিজিজু তার পর দিল্লির পুলিশ কমিশনারকে ফোন করে বলেন, এই ঘটনা জাতিবিদ্বেষের চরম নিদর্শন। অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় কি না, সিপিকে তা খতিয়ে দেখতে বলেন তিনি।

ক্লাব কর্তৃপক্ষ আজ বিবৃতি দিয়ে জানান, কর্মীদের বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি সামলানো উচিত ছিল। তবে কাউকে ক্লাব চত্বর থেকে বেরিয়ে যেতে বলা হয়নি। ক্লাবের যে সদস্য সংশ্লিষ্ট অতিথিকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তাঁর কাছে ক্ষমা চাওয়া হয়েছে। তিনি নিঃশর্তে বিষয়টি মিটিয়ে নিয়েছেন। ঘটনায় জড়িত কর্মীদের জবাবদিহি তলব করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ঘটনাটিকে যে ভাবে রাজনৈতিক ও সাংস্কৃতিক বৈষম্যের রং দেওয়া হচ্ছে, তা দুর্ভাগ্যজনক। তাতেও চিঁড়ে ভিজছে না। দিল্লি গল্‌ফ ক্লাবকে লাইসেন্স পুনর্নবীকরণ করাতে হয় নগরোন্নয়ন মন্ত্রকের কাছে। নগরোন্নয়ন মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডুকে বিষয়টি জানিয়ে রিজিজুর অনুরোধ, ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় কি না, তা দেখতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Delhi Golf Club
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE