Advertisement
১৮ এপ্রিল ২০২৪
National News

সরকার গড়ছি: কংগ্রেস, বিজেপি বলছে দিবাস্বপ্ন

প্রায় সব বুথ ফেরত সমীক্ষা বিজেপি-র জয়ের আভাস দেওয়া সত্ত্বেও কংগ্রেস বলছে, সরকার তাদেরই হচ্ছে! কীসের ভিত্তিতে এ কথা বলছেন কংগ্রেস নেতৃত্ব? বেশ কয়েকটি গুজরাতি নিউজ চ্যানেলের সমীক্ষার কথা উল্লেখ করছেন কংগ্রেস নেতারা।

ঈশানদেব চট্টোপাধ্যায়
অমদাবাদ শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৭ ২০:০৫
Share: Save:

পাঁচতারা হোটেলের লবির মতো ঝাঁ-চকচকে মিডিয়া সেন্টার বানিয়েছিল বিজেপি। সে চত্বর আপাতত সুনসান।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ভিড়ে রোজ গমগম করছিল কংগ্রেস অফিস। ভোট মিটতেই সে ভিড়ও উধাও।

টানা কয়েক মাসের তীব্র রাজনৈতিক লড়াই শেষে গুজরাত যেন একটু দম নিয়ে নিচ্ছে। দিন তিনেকের জন্য একটু বিরতি। ১৮ ডিসেম্বরের জন্য সব রকম প্রস্তুতিও টুকটুক করে সেরে রাখা। অমদাবাদে তৈরি করা অস্থায়ী মিডিয়া সেন্টার ছেড়ে বিজেপি নেতৃত্ব আপাতত গাঁধীনগর রোডের ‘কমলম’-এ (রাজ্য বিজেপির চোখধাঁধানো কার্যালয়) বন্দি। কংগ্রেস নেতৃত্বও রাজীব ভবনে দফায় দফায় বৈঠক করছেন।

বুথ ফেরত সমীক্ষা যে রকম ইঙ্গিত দিচ্ছে, তাতে কংগ্রেসের মুষড়ে পড়ারই কথা। কিন্তু কংগ্রেস নেতৃত্ব বেশ চাঙ্গা শুক্রবার। প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র মণীশ দোশী বললেন, ‘‘সব প্রার্থীকে আজ আমরা ডেকে পাঠিয়েছিলাম। জেলা কংগ্রেস সভাপতিদেরও ডাকা হয়েছিল। আসন ধরে ধরে হিসেব করেছি। সরকার আমরা গড়ছিই।’’

আরও পড়ুন

দেশের ভিতরেই ‘বর্ডার’! এক দিকে হিন্দু, অন্য দিকে মুসলমান

প্রায় সব বুথ ফেরত সমীক্ষা বিজেপি-র জয়ের আভাস দেওয়া সত্ত্বেও কংগ্রেস বলছে, সরকার তাদেরই হচ্ছে! কীসের ভিত্তিতে এ কথা বলছেন কংগ্রেস নেতৃত্ব? বেশ কয়েকটি গুজরাতি নিউজ চ্যানেলের সমীক্ষার কথা উল্লেখ করছেন কংগ্রেস নেতারা। সেই সব সমীক্ষায় বিজেপি-র জয়ের আভাস নেই। কংগ্রেস-বিজেপি কাঁটায় কাঁটায় লড়াই, দাবি ওই সমীক্ষকদের। স্থানীয় ওই নিউজ চ্যানেলগুলি বরং কংগ্রেসকে সামান্য এগিয়েও রাখছে। কংগ্রেস নেতারা এই সব সমীক্ষার কথাই এখন উল্লেখ করতে শুরু করেছেন। সর্বভারতীয় সংবাদমাধ্যম নয়, গুজরাতি সংবাদমাধ্যমই গুজরাতের নাড়িটা বোঝে— বলছেন তাঁরা। প্রার্থীদের এবং জেলা সভাপতিদের নিয়ে যে বৈঠক প্রদেশ কংগ্রেস নেতৃত্ব শুক্রবার করেছেন, সেই বৈঠক থেকে উঠে আসা বিশ্লেষণও দলের জয়েরই আভাস দিচ্ছে। দাবি কংগ্রেসের। তা হলে ক’টা আসন পাচ্ছে কংগ্রেস? এক মুখপাত্র বললেন, ‘‘আমাদের হিসেব বলছে ১১০টা।’’

আরও পড়ুন

সংসদে ঐক্য চাইলেন মোদী, আগে ক্ষমা চাইতে বলল কংগ্রেস

বিজেপি অবশ্য কংগ্রেসের এই দাবিকে একেবারেই গুরুত্ব দিচ্ছে না। কংগ্রেস শুক্রবার যে রকম বৈঠক করেছে, বিজেপি দফতরে তেমন কিছু হয়নি, হওয়ার কথাও নেই। জানালেন বিজেপি নেতা যমল ব্যাস। আর দলের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত হর্ষদ পটেল বললেন, ‘‘আমরা তো গুজরাতের মাটিটাকে চিনি। কোথায় আমরা কত ভোট পাচ্ছি, সেটা জানার জন্য প্রার্থীদের ডেকে পাঠিয়ে বৈঠকে বসতে হয় না আমাদের। সেটা বুঝে নেওয়ার সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে।’’

কিন্তু কংগ্রেস যে দাবি করছে, সরকার তাদেরই হচ্ছে? হর্ষদ হাসলেন। বললেন, ‘‘মনকে ভোলানোর জন্য স্বপ্ন দেখা তো ভালই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE