Advertisement
১৯ এপ্রিল ২০২৪

অমিতাভ-আমিরদের সরাতে না সরাতেই দাউদাউ জ্বলে উঠল মঞ্চ

অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ আগুন লাগে ‘মেক ইন ইন্ডিয়ার’ মঞ্চে। রাত সাড়ে ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার মিনিট পাঁচেক আগে মঞ্চে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, আমির খান, হেমা মালিনী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীস-সহ অনেকে। উপস্থিত ছিলেন আরও ৬০ দেশের প্রতিনিধিও।

জ্বলছে মেক ইন ইন্ডিয়ার মঞ্চ। ছবি: টুইটার।

জ্বলছে মেক ইন ইন্ডিয়ার মঞ্চ। ছবি: টুইটার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ২১:১৮
Share: Save:

অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ আগুন লাগল ‘মেক ইন ইন্ডিয়ার’ মঞ্চে। রাত সাড়ে ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার মিনিট পাঁচেক আগে মঞ্চে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, আমির খান, হেমা মালিনী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীস-সহ অনেকে। উপস্থিত ছিলেন একাধিক দেশের প্রতিনিধি।

গত কালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন।

• মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীস টুইট করেন, ‘‘১৪ টি ইঞ্জিন, ১০ টি জলের ট্যাঙ্ক নিয়ে আধ ঘণ্টার চেষ্টায় দমকল আগুন নিয়ন্ত্রণে আনে। অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে। কেউ হতাহত হননি।’’

• কী ভাবে আগুন লাগল তা তদন্তের নির্দেশ দিয়েছেন ফডনবীস।

• প্রাথমিক ভাবে দমকলের অনুমান শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা।

• সুরক্ষিত ভাবে বাইরে বের করে আনা হয় দর্শকদের।

• ভিআইপিদের তড়িঘড়ি ভিআইপি গেট দিয়ে বের করে নিয়ে আসা হয়।

• দুর্ঘটনার সময় উপস্থিত ছিলেন আমির খানও। সময়মতো সকললে নিরাপদ স্থানে বের করে নিয়ে আসার জন্য প্রশংসা করেছেন তিনি।

• উপস্থিত ছিলেন অভিনেতা শ্রেয়াস তলপারেও। তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন।

• অনুষ্ঠান পরিচালনা করছিলেন বিবেক ওবেরয়। মঞ্চ খালি করার কাজে তিনিও যোগ দেন। পরে তিনি টুইট করে জানান, মুম্বই পুলিশ ও দমকল খুব ভাল কাজ করেছে।

• রাত সাড়ে ৮টা। মঞ্চে অনুষ্ঠান চলছিল। এর মধ্যেই দাউদাউ করে জ্বলে ওঠে মঞ্চের একাংশ।

• ঘটনার কিছু আগেই মঞ্চে আসেন অমিতাভ বচ্চন। ছিলেন প্রিয়ঙ্কা চোপড়াও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE