Advertisement
১৬ এপ্রিল ২০২৪
National News

তরুণীর পেটে অস্ত্রোপচার করে এ কী পেলেন চিকিৎসকেরা?

তরুণীর পেট কেটে চিকিৎসকেরা তো হতভম্ব। এ কী করেছেন তিনি?

দেড় ঘণ্টার অস্ত্রোপচারের পর তরুণীর পেট থেকে বার হল দেড় কিলোগ্রাম ওজনের চুলের একটি বল। প্রতীকী ছবি।

দেড় ঘণ্টার অস্ত্রোপচারের পর তরুণীর পেট থেকে বার হল দেড় কিলোগ্রাম ওজনের চুলের একটি বল। প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৭ ২১:০৭
Share: Save:

দীর্ঘ দিন ধরেই পেটের ব্যথায় ভুগছিলেন বছর পঁচিশের তরুণী। খেতেও সমস্যা হচ্ছিল তাঁর। শেষে এক দিন ব্যথা চরমে ওঠে। চিকিৎসকের কাছে গেলে অস্ত্রোপচারের নিদান দেন তাঁরা। তরুণীর পেট কেটে চিকিৎসকেরা তো হতভম্ব। এ কী করেছেন তিনি?

ঘটনাটি ঘটেছে ইনদওরে। সেখানকার সরকারি মহারাজা যশবন্ত রাও হাসপাতালে মঙ্গলবার ভর্তি হন ওই তরুণী। অস্ত্রোপচারের পরেই ওই তরুণীর পেটে ব্যথার আসল কারণ জানতে পারেন চিকিৎসকেরা। প্রায় দেড় ঘণ্টার অস্ত্রোপচারের পর তরুণীর পেট থেকে বার হয় দেড় কিলোগ্রাম ওজনের চুলের একটি বল। চিকিৎসক আর কে মাথুর জানিয়েছেন, অস্ত্রোপচারের জন্য পাঁচ জনের মেডিক্যাল টিম তৈরি করা হয়েছিল।

আরও পড়ুন:

রাম রহিমের বাড়িতে পুলিশ কী কী পেল? পড়লে চোখ কপালে উঠবে

বিরাট সাফল্য! প্রতিপক্ষের দুশ্চিন্তা বাড়িয়ে সুখোই থেকে ব্রহ্মস ছুড়ল ভারত

চিকিৎসকদের কথায়, ওই তরুণী মানসিক রোগে ভুগছেন। তিনি নিজের মাথার চুল ছিঁড়ে খান। দীর্ঘ দিন ধরেই ওই কাজ করার ফলে তাঁর পাকস্থলীতে একটি বিরাট চুলের বল তৈরি হয়েছিল। অস্ত্রোপচার করে সেটি বার করা হয়েছে। তরুণীর অবস্থা এখন স্থিতিশীল বলেই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE