Advertisement
২০ এপ্রিল ২০২৪
National News

লাদাখের চিন সীমান্তে ‘কিছু একটা’ ঘটেছিল, মানল বিদেশমন্ত্রক

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেছেন, ‘‘গত ১৫ অগস্ট যে লাদাখের প্যাংগং হ্রদে একটা ঘটনা ঘটেছিল, সেটা আমি আজ কবুল করছি।’’

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৭ ১৪:০১
Share: Save:

না, কোনও গুজবটুজব নয়। দিনচারেক আগে লাদাখের প্যাংগং হ্রদে ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে ‘কিছু একটা হয়েছিল’। বিদেশ মন্ত্রকের তরফে শুক্রবার এ কথা জানানো হয়েছে। এও বলা হয়েছে, ডোকলাম সমস্যা বেজিংয়ের সঙ্গে আলাপ আলোচনায় মেটানোর চেষ্টা চলবে।

লাদাখে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে এ সপ্তাহের গোড়ায় যে পাথর ছোড়াছুড়ির ঘটনা ঘটেছিল, সাংবাদিকরা সে সম্পর্কে জানতে চাইলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, ‘‘গত ১৫ অগস্ট যে লাদাখের প্যাংগং হ্রদে একটা ঘটনা ঘটেছিল, সেটা আমি আজ কবুল করছি।’’

তার পরেও ডোকলামে দ্রুত শান্তি ফেরানোর লক্ষ্যে যে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে আলাপ আলোচনা চালিয়ে যাওয়া হবে, তা বুঝিয়ে দিয়ে রবীশের বক্তব্য, এমন ঘটনা সীমান্তে শান্তি ও সুস্থিতির পক্ষে ভাল নয়। এতে দু’টি দেশের স্বার্থই ক্ষুণ্ণ হচ্ছে। যাঁরা দু’দেশেরই সীমান্তে নজরদারি করেন, লাদাখ এবং নাথু লা’য় গত কয়েক মাসে তাঁদের মধ্যে দু’-দু’বার বৈঠকও হয়ে গিয়েছে। এমন বৈঠক আরও হবে। দ্বিপাক্ষিক সম্পর্ককে মসৃণ থেকে মসৃণতর করতে হলে দু’দেশের সীমান্তে আগে শান্তি ও সুস্থিতি বজায় রাখাটা জরুরি।

আরও পড়ুন- আজই এনডিএতে যোগ দিচ্ছে নীতীশের জেডিইউ, পাল্টা সভা শরদের

আরও পড়ুন- খুন না আত্মহত্যা? বিমানসেবিকার মৃত্যু ঘিরে এখনও ধোঁয়াশা

কত দিনের মধ্যে ডোকলাম সমস্যা মিটতে পারে, তার জবাব কৌশলে এড়িয়ে গিয়ে রবীশ বলেছেন, ‘‘আমি তো জ্যোতিষী নই! তাই কোনও পূর্বাভাস দিতে পারব না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE