Advertisement
২৬ এপ্রিল ২০২৪

আটকাবে বন্যাত্রাণ, ভোট তাই পিছোচ্ছে কমিশন

গুজরাতের ভোটের দিন ঘোষণা না করায় রাহুল গাঁধী অভিযোগ করেন, মোদীকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার সুযোগ করে দিতে চাইছে কমিশন।

মুখ্য নির্বাচন কমিশনার এ কে জ্যোতি।

মুখ্য নির্বাচন কমিশনার এ কে জ্যোতি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৭ ০২:৪৯
Share: Save:

হিমাচল প্রদেশের সঙ্গেই গুজরাতের ভোটের দিন কেন ঘোষণা হল না, সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন মুখ্য নির্বাচন কমিশনার এ কে জ্যোতি। বিরোধীদের অভিযোগের জবাব দিতে গিয়ে দু’রাজ্যে আলাদা সময়ে ভোটের পিছনে পরিবেশগত কারণ ও প্রাকৃতিক বিপর্যয়কেই তুলে ধরেছেন তিনি। তবে কমিশন সূত্রের দাবি, গুজরাতের ভোটে কী পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মিলবে, তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক স্পষ্ট চিত্র না দেওয়ায় ভোটের দিন ঠিক করা যায়নি।

গুজরাতের ভোটের দিন ঘোষণা না করায় রাহুল গাঁধী অভিযোগ করেন, মোদীকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার সুযোগ করে দিতে চাইছে কমিশন। চিদম্বরম কটাক্ষ করেন, ‘‘ভোট কবে, তা মোদীই বলে দেবেন!’’ চিদম্বরম এ দিন বলেন, ‘‘দীপাবলির ছুটি শেষ। এ বার কমিশনের উচিত ভোট ঘোষণা করা।’’

বিরোধীদের জবাব দিতে আজ মুখ খোলেন জ্যোতি। তাঁর ব্যাখ্যা, হিমাচলে নভেম্বরের মাঝামাঝি বরফ পড়া শুরু হয়ে যায়। তাই সেখানে নভেম্বরের শুরুতেই ভোট করে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। মুখ্য নির্বাচন কমিশনারের যুক্তি, গুজরাতে বন্যার পরে এখন ত্রাণের কাজ চলছে। রাজ্য সরকারি কর্মীদের বড় অংশ ত্রাণের কাজে ব্যস্ত। নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গেলে সে কাজে ক্ষতির আশঙ্কা থেকে যায়। সে জন্যই ভোট ঘোষণা করা হয়নি।

কমিশন ওই যুক্তি দিলেও প্রশ্ন উঠেছে, হিমাচলে নভেম্বর মাসে বরফ পড়ার বিষয়টি নতুন নয়। গুজরাতও ফি বছর কম-বেশি বন্যার শিকার হয়। তা সত্ত্বেও অতীতে একই দিনে নির্বাচন ঘোষণার নজির রয়েছে কমিশনের। নিরাপত্তা বাহিনী না পাওয়ার যুক্তি খণ্ডন করে বিরোধীরা বলছেন, গুজরাতে না আছে মাওবাদী সমস্যা না আছে সন্ত্রাসবাদীদের উপদ্রব। আর কয়েকটি পর্বে হলেও কমিশন তো গোটা দেশে লোকসভা ভোট করে। সে ক্ষেত্রে অনেকগুলি রাজ্যে একসঙ্গে ভোটও হয়। ফলে বাহিনীর অভাবে গুজরাতে ভোট ঘোষণা করা যাচ্ছে না— এর চেয়ে হাস্যকর যুক্তি কিছু হতে পারে না।

এর আগে গুজরাতে রাজ্যসভার ভোটে বিজেপির বিরুদ্ধে রায় নিজেদের বিশ্বাসযোগ্যতা এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে ফেলতে পেরেছিলেন কমিশনের কর্তারা। কিন্তু যে ভাবে গুজরাতের বিধানসভা ভোট ঘোষণা নিয়ে টালবাহানা চলছে, তাতে নির্বাচন কমিশনের সেই বিশ্বাসযোগ্যতা ফের তলানিতে ঠেকতে চলেছে বলেই মনে করছেন কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি। তাঁর কথায়, ‘‘ভাল কাজে কমিশনের যেমন প্রশংসা হয়, তেমনি ভুল করলে সমালোচনাও সহ্য করতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE