Advertisement
২৩ এপ্রিল ২০২৪

কলকাতায় হানা, বাজেয়াপ্ত গয়না

কলকাতা, সল্টলেক ও রাজারহাট মিলিয়ে পাঁচটি শপিং মলে মুম্বইয়ের এক শিল্পগোষ্ঠীর বিপণিতে রাখা ছিল গীতাঞ্জলির গয়না।

তল্লাশি: শপিং মলের বিপণিতে ইডি। রবিবার নিউ টাউনে। —নিজস্ব চিত্র।

তল্লাশি: শপিং মলের বিপণিতে ইডি। রবিবার নিউ টাউনে। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৩৮
Share: Save:

কলকাতায় মেহুল চোক্সীর সংস্থা গীতাঞ্জলির তৈরি হিরে এবং অন্যান্য দামি রত্নের গয়না থাকলেও তা বাজেয়াপ্ত করা যাবে কি না, সে ব্যাপারে শনিবার রাত পর্যন্ত সংশয় ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর। শেষ পর্যন্ত রবিবার বিকেলের পরে ছ’টি জায়গায় হানা দেয় ইডি। বাজেয়াপ্ত হয় গীতাঞ্জলির কয়েক কোটি টাকার গয়না।

কলকাতা, সল্টলেক ও রাজারহাট মিলিয়ে পাঁচটি শপিং মলে মুম্বইয়ের এক শিল্পগোষ্ঠীর বিপণিতে রাখা ছিল গীতাঞ্জলির গয়না। এই বিপণিগুলিতে প্রসাধনী থেকে জামাকাপড়, ঘড়ি, জুতো, বেল্ট, ব্যাগ, সুগন্ধি— সবই মেলে। গভীর রাত পর্যন্ত তল্লাশি চলে ওই পাঁচটি বিপণিতে। এ ছাড়া সল্টলেকের শপিং মলে মেহুলের ‘নক্ষত্র’ ব্র্যাণ্ডের গয়নার একটি শো-রুমও এ দিন সিল করা হয়। আজ, সোমবার তল্লাশি হবে সেখানে।

বড়সড় আর্থিক দুর্নীতিতে অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। উদ্দেশ্য, সম্পত্তি নিলামে বেচে পাওনাদারদের টাকা ফেরানো। কলকাতায় গীতাঞ্জলির নিজস্ব তিনটি শো-রুমই বেশ কিছু দিন ধরে বন্ধ। ইডি জানতে পারে, শো-রুম বন্ধ করে ‘ফ্র্যাঞ্চাইজি’ ব্যবসা শুরু করেছিলেন মেহুল। যার অর্থ, অন্য কোনও গয়নার বিপণিতে আলাদা করে গীতাঞ্জলির গয়নাও রাখা হত। এক ইডি অফিসারের কথায়, ‘‘বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজি চলে ধারে। যাঁর বিপণি, তিনি সংস্থার মালিকের থেকে ধারে জিনিস নেন। জিনিস বিক্রি হলে নিজের মুনাফা বাদ দিয়ে মালিককে দাম মিটিয়ে দেন।’’

আরও পড়ুন: নীরব-কাণ্ডে জালে তিন, প্রশ্ন অনেক

দুর্গাপুরে এমন এক ফ্র্যাঞ্চাইজিতে শুক্রবার হানা দেয় ইডি। দেখা যায়, সেখানে গীতাঞ্জলির গয়না থাকলেও তা ধারে কেনা নয়। মেহুল নাকি ফ্র্যাঞ্চাইজিকেও নগদে জিনিস বেচতেন। ইডি অফিসারেরা বলেন, ‘‘ধারে নেওয়া গয়নার মালিকানা মেহুলের। কিন্তু দুর্গাপুরের ফ্র্যাঞ্চাইজি গয়না কিনেছিলেন। কাজেই তা বাজেয়াপ্ত করলে মেহুলের কিছু হবে না। লোকসান হবে ফ্র্যাঞ্চাইজির।’’ কলকাতায় তল্লাশির আগে এই কারণেই সংশয়ী ছিল ইডি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE