Advertisement
২৪ এপ্রিল ২০২৪
National Mews

রাজ্যসভার ৫৮ আসনে নির্বাচন ঘোষণা করল কমিশন

৫৮টি রাজ্যসভা আসনের জন্য নির্বাচন ২৩ মার্চ। সংসদের উচ্চকক্ষে আরও বাড়বে বিজেপির আসন।

মোট ১৬টি রাজ্যে নির্বাচন হবে এ বার। উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি সংখ্যক আসনে নির্বাচন হবে। ছবি: পিটিআই।

মোট ১৬টি রাজ্যে নির্বাচন হবে এ বার। উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি সংখ্যক আসনে নির্বাচন হবে। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৫৫
Share: Save:

রাজ্যসভার ৫৮টি আসনে ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। ২৩ মার্চ নির্বাচন হবে বলে শুক্রবার সন্ধ্যায় কমিশন জানিয়েছে। বিভিন্ন রাজ্যের বিধানসভায় দলগত অবস্থানের ছবিটা এখন যেমন, তাতে এই নির্বাচনে সংসদের উচ্চকক্ষে বিজেপির শক্তি আরও বাড়বে।

শুক্রবার এক বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট হবে ২৩ মার্চ। সে দিন সন্ধ্যাতেই হবে ভোটগণনা। যে সাংসদদের মেয়াদ শেষ হচ্ছে, তাঁদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি, রবিশঙ্কর প্রসাদ, জে পি নাড্ডা, ধর্মেন্দ্র প্রধান, থবরচাঁদ গহলৌত এবং রামদাস আঠাভলে।

মোট ১৬টি রাজ্যে নির্বাচন হবে এ বার। উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি সংখ্যক আসনে নির্বাচন হবে। সে রাজ্যের ৯ জন সাংসদের মেয়াদ এপ্রিলে শেষ হচ্ছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সপা-র জয়া বচ্চন, কংগ্রেসের প্রমোদ তিওয়ারি। ওই ৯টি আসনের জন্য পূর্ণাঙ্গ মেয়াদের নির্বাচন হবে। ১টি আসনে হবে উপনির্বাচন। গত বছর বসপা সুপ্রিমো মায়াবতী রাজ্যসভা থেকে পদত্যাগ করায় ওই আসনটি শূন্য হয়েছিল।

আরও পড়ুন: মুখ্যসচিব ‘নিগ্রহ’! কেজরীর বাড়িতে হানা দিল দিল্লি পুলিশ

আরও পড়ুন: গর্ভসংস্কার! বলে বলে নাকি আর্যভট্ট-আইনস্টাইনদের জন্ম দেওয়া যাবে?

বিহার ও মহারাষ্টের ৬টি করে আসনে নির্বাচন হবে। পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশে ৫টি করে আসনে, গুজরাত ও কর্নাটকে ৪টি করে আসনে, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, ওডিশা ও রাজস্থানে ৩টি করে আসনে, ঝাড়খণ্ডে ২টি আসনে এবং ছত্তীসগঢ়, হরিয়ানা, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে ১টি করে আসনে নির্বাচন হবে।

এই দফার নির্বাচনে বিজেপি যে রাজ্যসভায় আরও শক্তিশালী হতে চলেছে, বিধানসভা ভিত্তিক হিসেব থেকেই তা স্পষ্ট হয়ে যাচ্ছে। ২০১৭ সালের অগস্টেই বিজেপি রাজ্যসভার বৃহত্তম দলে পরিণত হয়েছিল। বিজেপির আসন বেড়ে ৫৮-তে পৌঁছেছিল সে বার। কংগ্রেস কমে দাঁড়িয়েছিল ৫৭-তে। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম বার সংসদের উচ্চকক্ষে বৃহত্তম দলের তকমা হারিয়েছিল কংগ্রেস। এ বার যে ৫৮টি আসনে ভোট হবে, সেগুলির অধিকাংশেও বিজেপির জয় প্রায় সুনিশ্চিত। সে ক্ষেত্রে রাজ্যসভায় কংগ্রেসের চেয়ে বিজেপি আরও অনেকটাই এগিয়ে যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE