Advertisement
১৮ এপ্রিল ২০২৪

ল্যান্ডমাইনে উড়ল হাতি

বিস্ফোরণে ডান পা ক্ষতবিক্ষত হয়ে যায় হাতিটির। লাতেহারের বুড়াপাহাড় জঙ্গলে কাল সারা রাত যন্ত্রণায় ছটফট করেছিল সে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
রাঁচী শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৭ ০৩:৩০
Share: Save:

ল্যান্ডমাইনে নিরাপত্তাবাহিনীর গাড়ি ওড়ানোর ছক ছিল মাওবাদীদের। কিন্তু তা ফাটলো বুনো হাতির পায়ে চাপে।

বিস্ফোরণে ডান পা ক্ষতবিক্ষত হয়ে যায় হাতিটির। লাতেহারের বুড়াপাহাড় জঙ্গলে কাল সারা রাত যন্ত্রণায় ছটফট করেছিল সে। আজ আলো ফোটার পর আদিবাসী গ্রামের কয়েক জন ঢুকেছিলেন জঙ্গলে। তাঁরা খবর দেন বনরক্ষীদের। তত ক্ষণে দেরি হয়ে গিয়েছিল। সকালেই হাতিটি মারা যায়। পলামু ব্যাঘ্র প্রকল্পের নির্দেশক এম পি সিংহ বলেন, ‘‘ঘটনাটি দুঃখজনক।’’ মাওবাদীদের পোঁতা ল্যান্ডমাইনে হাতির মৃত্যুর ঘটনা মনে করতে পারছেন না ঝাড়খণ্ডের বনকর্তা, পুলিশ আধিকারিকরা।

বুড়াপাহাড় মাওবাদীদের দুর্গ হিসেবে পরিচিত। কয়েক দিন ধরে সেখানে তল্লাশি চালাচ্ছে পুলিশ, সিআরপি। নিরাপত্তাবাহিনীর জন্যই ওই ল্যান্ডমাইন রাস্তায় পুঁতে রেখেছিল মাওবাদীরা। ছত্তীসগঢ় থেকে ঝাড়খণ্ডে বুনো হাতির যাতায়াতেরও অন্যতম ‘করিডর’ এই বুড়াপাহাড়। সেখানে ল্যান্ডমাইন বিস্ফোরণে হাতির মৃত্যুর ঘটনায় তাই চিন্তায় বনকর্তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Landmine Elephant Accident হাতি
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE