Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National News

আফগানিস্তান থেকে হোয়াটসঅ্যাপে আইএসের প্রচার কেরলের যুবকের

সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর মতাদর্শ প্রচার করতে হোয়াটসঅ্যাপে আলাদা একটি গ্রুপ চালু করেছে কেরলের এক যুবক। সে কেরলের কাসারগড় জেলার আরও কিছু মানুষকে সেই গ্রুপে ভিড়িয়েছে। পুলিশের সন্দেহ, যুবকটি সম্প্রতি আইএসের আফগানিস্তান শাখায় যোগ দিয়েছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ মে ২০১৭ ১৮:৫৯
Share: Save:

সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর মতাদর্শ প্রচার করতে হোয়াটসঅ্যাপে আলাদা একটি গ্রুপ চালু করেছে কেরলের এক যুবক। সে কেরলের কাসারগড় জেলার আরও কিছু মানুষকে সেই গ্রুপে ভিড়িয়েছে। গ্রুপটা সে আফগানিস্তান থেকই চালাচ্ছে। পুলিশের সন্দেহ, যুবকটি সম্প্রতি আইএসের আফগানিস্তান শাখায় যোগ দিয়েছে।

পুলিশ জানাচ্ছে, হোয়াটসঅ্যাপের ওই গ্রুপটির নাম- ‘মেসেজ টু কেরালা’। যে গ্রুপের অ্যাডমিন এবং ক্রিয়েটর ‘আইএসএ’। হোয়াটসঅ্যাপের ওই গ্রুপে জানানো হয়েছে, গত মাসে আফগানিস্তানে আইএসের ঘাঁটিগুলির ওপর মার্কিন বিমানবাহিনী যে ‘মাদার অফ বম্ব’ ফেলেছিল, তাতে আইএসে যোগ দেওয়া সব ভারতীয় মারা যায়নি। হোয়াটসঅ্যাপের ওই বার্তার স্ক্রিনশট আর অডিও রেকর্ডিং শেয়ারও করা হয়েছে। তাতে জানানো হয়েছে, আফগানিস্তানে মার্কিন হানায় আইএসে যোগ দেওয়া দুই কি তিন জন ভারতীয় ‘শহীদ’ হয়েছে। বাকিরা বহাল তবিয়তেই রয়েছে। অডিও রেকর্ডিংয়ে যার গলা শোনা গিয়েছে, তার নাম আবদুল রশিদ। কেরলের পিস স্কুলের বিভাগীয় প্রধান রশিদ গত বছর আফগানিস্তানে ছিল। হোয়াটসঅ্যাপের ওই গ্রুপে এও দাবি করা হয়েছে মার্কিন ‘মাদার অফ বম্ব’ তেমন কিছু ক্ষতি করতে পারেনি আফগানিস্তানে আইএসের ডেরাগুলির। জঙ্গিরা খুব সামান্যই কম্পন অনুভব করেছে।

ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেরই এক সদস্য পরে পুলিশকে খবর দেয়। পুলিশের তরফে তা জাতীয় তদন্তকারী সংস্থাকেও (এনআইএ) জানানো হয়েছে।

আরও পড়ুন- সেই রাতে বিক্রমকে মদ্যপান করতে দেখেছিলেন অনেকেই?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE