Advertisement
২৪ এপ্রিল ২০২৪

কাগজকল নিয়ে জেটলিকে আর্জি

অসমের কাগজকল নিয়ে ফের সরব হলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ ও সুস্মিতা দেব। প্রথমে লোকসভায় বিষয়টি উত্থাপন করেন। পরে স্মারকপত্র নিয়ে যান অর্থমন্ত্রী অরুণ জেটলির কাছে।

সাক্ষাৎ। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে অসমের সাংসদ সুস্মিতা দেব ও গৌরব গগৈ। ছবি: নিজস্ব চিত্র

সাক্ষাৎ। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে অসমের সাংসদ সুস্মিতা দেব ও গৌরব গগৈ। ছবি: নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শিলচর শেষ আপডেট: ২২ মার্চ ২০১৭ ০৩:৩৪
Share: Save:

অসমের কাগজকল নিয়ে ফের সরব হলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ ও সুস্মিতা দেব। প্রথমে লোকসভায় বিষয়টি উত্থাপন করেন। পরে স্মারকপত্র নিয়ে যান অর্থমন্ত্রী অরুণ জেটলির কাছে।

গৌরব গগৈ বলেন, ‘‘ভারী শিল্প মন্ত্রকের প্রস্তাব সম্পর্কে অর্থমন্ত্রী তেমন কিছু বলতে পারলেন না।’’ সুস্মিতা দেব জানান, ‘‘আর্থিক অনুদান চেয়ে একটি প্রস্তাব যে তাঁর কাছে গিয়েছে, তা জেটলি স্বীকার করেছেন। তিনি বিষয়টি নিজে খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।’’ দু’জনই আশাবাদী, এই আর্জির ফল মিলবে।

আজ লোকসভার প্রশ্নোত্তর পর্বে কলিয়াবরের সাংসদ তরুণ গগৈ কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রীর কাছে অসমের রাষ্ট্রায়ত্ত কাগজ কল দু’টির সম্পর্কে জানতে চেয়েছিলেন। কাছাড় ও জাগিরোড কাগজ কলের জন্য অনুদানেরও আর্জি জানান তিনি। জবাবে মন্ত্রী অনন্ত গিতে জানান, এরই মধ্যে একটি অনুদান প্রস্তাব অর্থমন্ত্রকে পাঠানো হয়েছে। ওই অনুদান পেলে হিন্দুস্তান পেপার কর্পোরেশনের কাগজকল দু’টিকে পুনরুজ্জীবিত করা হবে। তার পরই অসমের দুই কংগ্রেস সাংসদ অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে দেখা করেন। জেটলি তাঁদের জানিয়েছেন, ভারী শিল্প মন্ত্রকের প্রস্তাবটি তাঁর কাছে এসেছে বটে, কিন্তু এখনও তিনি তা খতিয়ে দেখেননি। সুস্মিতাদেবীই তখন তাঁকে জানান, এটি ১ হাজার ৩০০ কোটি টাকার প্রস্তাব। তার মধ্যে তিন ধরনের খরচ রয়েছে। প্রথমত, কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড মেটানোর মতো বাধ্যতামূলক ব্যয়, দ্বিতীয়ত চলতি মূলধন এবং তৃতীয়ত মিল আধুনিক করে তোলার খরচ।

গৌরব-সুস্মিতার কথায়— জেটলি তাঁদের কাগজ কল পুনরুজ্জীবনের ব্যাপারে আশ্বস্ত করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sushmita Dev Gaurav Gogoi Arun Jaitley
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE