Advertisement
২৪ এপ্রিল ২০২৪

গৌরী লঙ্কেশ খুনে ধৃতের সিট হেফাজত

গত বছর সেপ্টেম্বরে গুলি করে খুন করা হয় সাংবাদিক গৌরী লঙ্কেশকে। তখনই আঙুল উঠেছিল উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলির দিকে। খুনের পরেই তদন্তের জন্য সিট গঠিত হলেও এত দিন তারা কোনও সাফল্য পায়নি।

গৌরী লঙ্কেশ।

গৌরী লঙ্কেশ।

নিজস্ব প্রতিবেদন
বেঙ্গালুরু শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৮ ০২:৫৭
Share: Save:

সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনে অভিযুক্ত হিন্দু যুব সেনার কর্মী কে টি নবীন কুমারকে হেফাজতে নিল বিশেষ তদন্তকারী দল (সিট)। বেআইনি অস্ত্র রাখার অভিযোগে গত ১৮ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় নবীন কুমার ওরফে হোট্টে মাঞ্জাকে। সে সময় জেরা করতে গিয়েই গৌরী খুনে তার যোগের বিষয়টি জানা গিয়েছে বলে আদালতে দাবি করেছে সিট। তাদের একটি সূত্রের দাবি, উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের কর্মী নবীনের সঙ্গে হিন্দু জনজাগৃতি সমিতিরও যোগ রয়েছে। তার কাছে যে বুলেট মিলেছে, তার সঙ্গে গৌরী খুনে ব্যবহৃত বুলেটের মিল রয়েছে। এমনকী যুক্তিবাদী লেখক কালবুর্গি এবং বামপন্থী নেতা গোবিন্দ পানসারে খুনেও একই ধরনের বুলেট ব্যবহার করা হয়েছিল বলে জানা গিয়েছে। ওই দু’টি খুনেও উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের যোগ রয়েছে বলে দাবি তদন্তকারীদের।

গত বছর সেপ্টেম্বরে গুলি করে খুন করা হয় সাংবাদিক গৌরী লঙ্কেশকে। তখনই আঙুল উঠেছিল উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলির দিকে। খুনের পরেই তদন্তের জন্য সিট গঠিত হলেও এত দিন তারা কোনও সাফল্য পায়নি। একই ভাবে কিনারা হচ্ছিল না কালবুর্গি খুনেরও। ফলে কড়া সমালোচনার মুখে পড়তে হচ্ছিল কর্নাটকের সিদ্দারামাইয়া সরকারকে। সেই অর্থে নবীনের গ্রেফতারি কর্নাটক সরকারের মুখ বাঁচিয়েছে বলে মনে করছেন সরকারের একাংশ। সিটের দাবি, গৌরী খুনের সিসিটিভি ফুটেজে দেখা একজনের সঙ্গে নবীনের চেহারার মিল রয়েছে। তদন্তকারীদের বক্তব্য, নবীনকে জেরা করে এই খুনে বাকিদেরও সন্ধান মিলবে। খুলতে পারে কালবুর্গি-পানসারে খুনের জট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE