Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Tourist

উত্তরপ্রদেশে ফের আক্রান্ত বিদেশি নাগরিক, গ্রেফতার এক

সোনেভদ্রা পুলিশ জানিয়েছে, রবার্টসগঞ্জ রেল স্টেশনে বার্লিনের বাসিন্দা হোলগার এরিককে মারধর করেন অমন যাদব নামে এক যুবক। সূত্রের খবর, অমনের কাছে আগোরি যাওয়ার পথ জিজ্ঞাসা করছিলেন এরিক।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
( সোনেভদ্রা) উত্তরপ্রদেশ শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৭ ১১:৩৬
Share: Save:

আগরার রেশ কাটতে না কাটতেই ফের বিদেশি নাগরিকের উপর হামলার অভিযোগ উঠল যোগী রাজ্যে। এ বার এক জার্মান নাগরিককে মারধর করার অভিযোগ উঠল উত্তরপ্রদেশে সোনেভদ্রায়। শনিবারের এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সপ্তাহ দুয়েক আগেই আগরায় বেড়াতে এসে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন এক সুইস যুবক ও তাঁর বান্ধবী। সেই ঘটনার রেশ কাটার আগেই ফের হামলার ঘটনায় অস্বস্তীতে প্রশাসন।

সোনেভদ্রা পুলিশ জানিয়েছে, রবার্টসগঞ্জ রেল স্টেশনে বার্লিনের বাসিন্দা হোলগার এরিককে মারধর করেন অমন যাদব নামে এক যুবক। সূত্রের খবর, অমনের কাছে আগোরি যাওয়ার পথ জিজ্ঞাসা করছিলেন এরিক। তখনই নাকি তাঁকে মারধর করন ওই যুবক। পরে আহত এরিককে হাসপাতালে ভর্তি করা হয়। তবে, সংবাদমাধ্যমের কোনও প্রশ্নের উত্তর দিতে চাননি তিনি। স্থানীয় থানায় একটি এফআইআর দায়ের করেছেন তিনি।

আরও পড়ুন: শিল্পসভায় ভোটপ্রচার প্রধানমন্ত্রী মোদীর

যদিও, অমন পুলিশের কাছে দাবি করেছেন তিনি কোনও দোষ করেননি। উল্টে তাঁর অভিযোগ, ‘‘ওই জার্মান নাগরিকই আমাকে মারধর করেন। ‘ভারতে স্বাগত’ বলার পরই ওই জার্মান নাগরিক আমাকে ধাক্কা মারেন। এমনকী আমার গায়ে থুতু ছিটিয়ে দেন।”

আরও পড়ুন: ‘শৌর্য-গাথা’য় চাঙ্গা কংগ্রেস, প্যাঁচে বিজেপি

সপ্তাহ দুয়েক আগেই আগরায় বেড়াতে এসে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন এক সুইস যুবক ও তাঁর বান্ধবী। লাঠি-পাথর দিয়ে হামলার জেরে মাথা ফাটে ওই যুবকের। হামলায় হাত ভাঙে তাঁর বান্ধবীর। যোগী সরকারের কাছে গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। রাজ্য সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল, যাতে এ রকম ঘটনা আর না ঘটে সে দিকে নজর দেওয়া হবে। যদিও সেই আশ্বাসে কোনও কাজ হয়নি, শনিবারের হামলা ফের তা প্রমাণ করল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tourist German Uttar Pradesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE