Advertisement
১৯ এপ্রিল ২০২৪

প্রথম দফার স্মার্ট সিটিতে রাজ্যের কোনও শহর নেই! বঞ্চনা, বলল তৃণমূল

প্রথম কুড়ি স্মার্ট সিটির তালিকায় কোনও শহরই পেল না পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী বেঙ্কাইয়া নাইড়ু দেশের প্রথম কুড়িটি স্মার্ট সিটির নাম ঘোষণা করলেন। তালিকার প্রথমেই রয়েছে ভুবনেশ্বর। এর পর একে একে পুণে, জয়পুর থেকে লুধিয়ানা, ভোপাল থাকলেও নিউটাউন বা বিধাননগরের নাম নেই। আর এই তালিকা নিয়ে ফের এক বার কেন্দ্রের বঞ্চনার প্রসঙ্গটি সামনে এনেছে শাসক দল।

তালিকা প্রকাশ করছেন বেঙ্কাইয়া নাইড়ু। ছবি: পিটিআই।

তালিকা প্রকাশ করছেন বেঙ্কাইয়া নাইড়ু। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৬ ১৭:৫৩
Share: Save:

প্রথম কুড়ি স্মার্ট সিটির তালিকায় কোনও শহরই পেল না পশ্চিমবঙ্গ।

বৃহস্পতিবার কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী বেঙ্কাইয়া নাইড়ু দেশের প্রথম কুড়িটি স্মার্ট সিটির নাম ঘোষণা করলেন। তালিকার প্রথমেই রয়েছে ভুবনেশ্বর। এর পর একে একে পুণে, জয়পুর থেকে লুধিয়ানা, ভোপাল থাকলেও নিউটাউন বা বিধাননগরের নাম নেই। আর এই তালিকা নিয়ে ফের এক বার কেন্দ্রের বঞ্চনার প্রসঙ্গটি সামনে এনেছে শাসক দল।

দেশের ১০০টি শহরকে স্মার্ট সিটির তকমা দেওয়া হবে বলে গত ২৭ অগস্ট ঘোষণা করেছিল নরেন্দ্র মোদী সরকার। বিশ্ব মানের পরিকাঠামো, পার্কিং-জঞ্জাল সাফাই-নিকাশি-ট্রাফিক-জল সরবরাহর মতো নাগরিক সমস্যার অত্যাধুনিক সমাধান, ই-পরিষেবা এবং পরিবেশের ক্ষতি না করে নাগরিক পরিষেবা— সব মিলিয়ে শহরগুলিতে আরও উন্নত মানের জীবনযাত্রা। এই স্বপ্নের কথাই শুনিয়েছিলেন মোদী। ১০০ শহরের সেই তালিকায় ছিল রাজ্যের চার শহর— নিউটাউন, বিধাননগর, দুর্গাপুর এবং হলদিয়া। কিন্তু এ দিনের ঘোষণার প্রথম কুড়ির মধ্যে ঠাঁই হল না একটিরও।

তালিকায় রাজ্যের একটিও শহরের নাম না থাকায় ফের কেন্দ্রের বঞ্চনার প্রসঙ্গটি সামনে এনেছে শাসক দল। লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, “এটা দিল্লির পুরনো খেলা। এ রাজ্যের মানুষকে চিরকালই অসম্মান করে এসেছে কেন্দ্র। সেই ধারাই বজায় থাকল। মানুষই এর জবাব দেবে।” একই অভিযোগ করেছেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। তিনি বলেন, “ফের কেন্দ্রের বঞ্চনার শিকার হল আমাদের রাজ্য। শুধুমাত্র রাজনীতির কারণেই বঞ্চিত করা হল পশ্চিমবঙ্গকে।”

পাঁচ বছরের এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার প্রথম বছর প্রতি শহরের জন্য ২০০ কোটি টাকা করে বরাদ্দ করবে। তার পরের চার বছরও মিলবে টাকা। তবে তখন প্রতি বছর প্রতিটি শহরে ১০০ কোটি টাকা করে বরাদ্দ হবে। নগরোন্নয়নমন্ত্রী বেঙ্কাইয়া নাইডু বলেন, ‘‘সব মিলিয়ে পাঁচ বছরে কেন্দ্র ৪৮ হাজার কোটি টাকা বরাদ্দ করবে। রাজ্য সরকার ও পুরসভাগুলির একই পরিমাণ অর্থ বরাদ্দ করতে হবে। যার অর্থ সব মিলিয়ে ৯৬ হাজার কোটি টাকা ব্যয় হবে।’’ এর সঙ্গে যোগ হবে বেসরকারি বিনিয়োগ।

এ দিন প্রকাশিত সম্পূর্ণ তালিকাটি নিম্নরূপ—

ভুবনেশ্বর (ওড়িশা), পুণে (মহারাষ্ট্র), জয়পুর (রাজস্থান), সুরাত (গুজরাত), কোচি (কেরল), আহমদাবাদ (গুজরাত), জব্বলপুর (মধ্যপ্রদেশ), বিশাখাপত্তনম (অন্ধ্রপ্রদেশ), শোলাপুর (মহারাষ্ট্র), দেবানগিরি (কর্নাটক), ইনদওর (মধ্যপ্রদেশ), এনডিএমসি (দিল্লি), কোয়ম্বত্তূর (তামিলনাড়ু), কাকিনাড়া (অন্ধ্রপ্রদেশ), বেলগাঁও (কর্নাটক), উদয়পুর (রাজস্থান), গুয়াহাটি (অসম), চেন্নাই (তামিলনাড়ু), লুধিয়ানা (পঞ্জাব), ভোপাল (মধ্যপ্রদেশ)।

আরও খবর:
শিল্পশহর এ বার স্মার্ট সিটি
স্মার্ট সিটি নয় কেন, ক্ষুব্ধ শিলিগুড়ি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

smart city list
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE