Advertisement
২০ এপ্রিল ২০২৪
Jayrajsinh Jadeja

খুনের দায়ে যাবজ্জীবন গুজরাতের বিজেপি বিধায়কের

গোন্ডলের একটি হেরিটেজ সম্পত্তি নিয়ে বিজেপি’রই পটেল ও ক্ষত্রিয় নেতাদের মধ্যে কোন্দলের জেরে ওই খুনের ঘটনাটি ঘটে বলে অনেকের ধারণা।

গুজরাতের সেই বিজেপি বিধায়ক জয়রাজ সিংহ জাডেজা।- ফাইল চিত্র।

গুজরাতের সেই বিজেপি বিধায়ক জয়রাজ সিংহ জাডেজা।- ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
গাঁধীনগর শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৭ ১৯:০১
Share: Save:

এক রিয়েল এস্টেট এজেন্টকে গুলি করে খুন করার দায়ে এক বিজেপি বিধায়ককে যাবজ্জীবন কারাদণ্ড দিল গুজরাত হাইকোর্ট। সৌরাষ্ট্রের গোন্ডলের ওই বিজেপি বিধায়কের নাম জয়রাজ সিংহ জাডেজা। তাঁর সঙ্গে ওই খুনের মামলার আরও দুই অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০০৪ সালের ফেব্রুয়ারিতে নীলেশ রায়ানি নামে এক রিয়েল এস্টেট এজেন্ট খুন হন। ১৩ বছর ধরে মামলা চলার পর যাবজ্জীবন কারাদণ্ড হল বিজেপি বিধায়কের। এর আগে রাজকোটের ফাস্ট ট্র্যাক কোর্টের রায়ে বেকসুর খালাস হয়ে গিয়েছিলেন ওই বিজেপি বিধায়ক।

গোন্ডলের একটি হেরিটেজ সম্পত্তি নিয়ে বিজেপি’রই পটেল ও ক্ষত্রিয় নেতাদের মধ্যে কোন্দলের জেরে ওই খুনের ঘটনাটি ঘটে বলে অনেকের ধারণা। পুলিশের বয়ানে, ২০০৪ সালের ৮ ফেব্রুয়ারি নীলেশ রায়ানি নামে এক রিয়েল এস্টেট এজেন্ট যখন একটি খোলা জিপ চালিয়ে যাচ্ছিলেন, তখন তাঁকে লক্ষ্য করে গুলি চালান বিধায়ক জাডেজা ও তাঁর জনাতেরো সঙ্গী।

আরও পড়ুন- ১৪ মিনিটে গুয়ামে আঘাত হানতে পারে কিমের ক্ষেপণাস্ত্র: আমেরিকা

আরও পড়ুন- বফর্স মামলা ফেরাতে সরকারের অনুমতি চাইল সিবিআই

২০১০-এ বিধায়ক জাডেজা সহ অভিযুক্ত ১৩ জনকে বেকসুর খালাস করে দেয় রাজকোটের ফাস্ট ট্র্যাক কোর্ট। সমীর সিরাজ নামে অভিযুক্তদের এক জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এর পরেই ফাস্ট ট্র্যাক কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় গুজরাত হাইকোর্টে।

আরও পড়ুন- অযোধ্যা মামলার চূড়ান্ত শুনানি সুপ্রিম কোর্টে শুরু ৫ ডিসেম্বর

পুলিশ জানাচ্ছে, রিয়েল এস্টেট এজেন্ট নীলেশ রায়ানিকে খুনের মাসদু’য়েক আগে দলীয় নেতার ঘনিষ্ঠ সঙ্গীকে খুনের ঘটনাতেও নাম জড়িয়েছিল বিজেপি বিধায়ক জয়রাজ সিংহ জাডেজার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jayrajsin Jadeja Gujarat Crime Murder
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE