Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National News

৫ হাজার টাকায় এক একটা পেঁপে বেচেছেন রাম রহিম!

এমনটা বোধহয় ‘বাবা’র ডেরাতেই সম্ভব! আরও সম্ভব, যখন সেই সব্জির ক্রেতাও মিলে যায় অতি সহজেই। স্বয়ং ‘বাবা’ রাম রহিমই সে সব্জি বিক্রি করেছিলেন ভক্তদের কাছে। ডেরা সচ্চা সৌদার ভক্তদের কাছে তিনি যেন স্বয়ং ঈশ্বরের অবতার! অথচ তাঁর বিরুদ্ধেই রয়েছে সাংবাদিককে খুন করানো, ভক্তদের নির্বীজকরণের মতো একাধিক অভিযোগ।

ডেরা সচ্চা সৌদার নিজস্ব কৃষিজমিতেই বিভিন্ন ধরনের শাক-সব্জির চাষবাস করা হয়। ছবি: সংগৃহীত।

ডেরা সচ্চা সৌদার নিজস্ব কৃষিজমিতেই বিভিন্ন ধরনের শাক-সব্জির চাষবাস করা হয়। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
সিরসা শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৭ ১৮:১৬
Share: Save:

একটা পেঁপের দাম ৫ হাজার টাকা! বেগুনের দামও কিছু কম নয়। আকার অনুযায়ী কখনও তা ১ হাজার টাকা তো কখনও ১০ হাজার। অবিশ্বাস্য হলেও সত্যি!

এমনটা বোধহয় ‘বাবা’র ডেরাতেই সম্ভব! আরও সম্ভব, যখন সেই সব্জির ক্রেতাও মিলে যায় অতি সহজেই। স্বয়ং ‘বাবা’ রাম রহিমই সে সব্জি বিক্রি করেছিলেন ভক্তদের কাছে। ডেরা সচ্চা সৌদার ভক্তদের কাছে তিনি যেন স্বয়ং ঈশ্বরের অবতার! অথচ তাঁর বিরুদ্ধেই রয়েছে সাংবাদিককে খুন করানো, ভক্তদের নির্বীজকরণের মতো একাধিক অভিযোগ। ডেরার দুই সাধ্বীকে ধর্ষণের দায়ে ইতিমধ্যেই ২০ বছরের জেল হয়েছে ডেরা প্রধান গুরমিত রাম রহিম সিংহের।

আরও পড়ুন

জেলে বসেই ডেরা চালাবেন রাম রহিম

বান্ধবীকে ভয় দেখাতে কলকাতায় ‘নীল তিমি’!

কেন নীল তিমির গ্রাস এড়ানো যায় না, বললেন বেঁচে যাওয়া যুবক

হরিয়ানার সিরসায় ৮০০ একর জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে ‘বাবা’র ডেরা। তাতে কী নেই? শপিং মল, রেস্তোরাঁ, রিসর্ট, হাসপাতাল, মাল্টিপ্লেক্স, স্কুল-কলেজ, কারখানা থেকে শুরু করে অত্যাধুনিক সমস্ত রকমের সুযোগ-সুবিধাই রয়েছে ডেরার ঘাঁটিতে। পাশাপাশি রয়েছে ডেরা সচ্চা সৌদার নিজস্ব কৃষিজমি। সেখানেই বিভিন্ন ধরনের শাক-সব্জির চাষবাস করা হয়। ভক্তদের কাছেই তা এমন চড়া দামেই বিক্রি করতেন রাম রহিম। এক ভক্ত জানিয়েছেন, এক বার হাতেগোনা কয়েকটি মটরশুঁটি ও লঙ্কা বিক্রি হয়েছিল ১ হাজার টাকায়! এক বার তো দু’টি টোম্যাটো বিকিয়েছিল ২ হাজার টাকাতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE