Advertisement
১৮ এপ্রিল ২০২৪
National

ক্লাস টুয়েলভ পাশ করেই এ বার এইচসিএল চাকরি!

ক্লাস টুয়েলভ পাশ করেই এইচসিএল চাকরি! ছাত্র যদি হন অত্যন্ত মেধাবী আর শেষ পরীক্ষায় মার্কশিটটা যদি হয় বেশ ঝকঝকে, তা হলে সায়েন্স নিয়ে ক্লাস টুয়েলভের পরীক্ষাটা পাশ করার পরেই তিনি পেয়ে যেতে পারেন হিন্দুস্তান কম্পিউটার্স লিমিটেডে (এইচসিএল) একটা চাকরি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৭ ১৯:০২
Share: Save:

ক্লাস টুয়েলভ পাশ করেই এইচসিএল চাকরি!

ছাত্র যদি হন অত্যন্ত মেধাবী আর শেষ পরীক্ষায় মার্কশিটটা যদি হয় বেশ ঝকঝকে, তা হলে সায়েন্স নিয়ে ক্লাস টুয়েলভের পরীক্ষাটা পাশ করার পরেই তিনি পেয়ে যেতে পারেন হিন্দুস্তান কম্পিউটার্স লিমিটেডে (এইচসিএল) একটা চাকরি। টেকস্যাভি তরুণ প্রতিভাদের দিয়ে চমকে দেওয়ার মতো নতুন নতুন অ্যাপ বানানোর জন্য বছরে ১ লক্ষ ৮০ হাজার টাকা মাইনে দেওয়া হবে তাঁদের। ট্রেনিং পিরিয়ডে। ওই সময় ক্লাস টুয়েলভ পাশ করা মেধাবী ছাত্রছাত্রীদের নতুন নতুন অ্যাপ বানানোর তালিম দেবে এইচসিএল। সেখানে এক বছর ধরে তাঁদের পারফরম্যান্সই তৈরি করে দেবে এইচসিএলে পাকপোক্ত চাকরি পাওয়ার ভিত। সফটওয়্যার রফতানিতে দেশের চতুর্থ বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা এইচসিএলের এটা একটা অভিনব পদক্ষেপ।

সারা দেশে ওই অভিনব উদ্যোগের ‘পাইলট প্রোজেক্ট’ ইতিমধ্যেই মাদুরাইয়ে শুরু করে দিয়েছে এইচসিএল। সেখানকার হাইস্কুলগুলির ক্লাস টুয়েলভের পরীক্ষায় পাশ করা মেধাবী ছাত্রদের মধ্যে থেকে ১০০ জনকে বেছে নিয়ে তাঁদের কোয়ম্বাত্তুর ক্যাম্পাসে এক বছর ধরে প্রশিক্ষণ দেবে এইচসিএল। তার পর তাঁদের এইচসিএলের কোয়েম্বাত্তুর ক্যাম্পাসে পাকাপোক্ত চাকরিতে নিয়ে নেওয়া হবে। যোগ্যতা একটাই, ক্লাস টুয়েলভের পরীক্ষায় রাজ্যের বোর্ড হলে পেতে হবে ৮৫ শতাংশ নম্বর। আর সিবিএসই হলে ৮০ শতাংশ নম্বর পেলেই হবে।

আরও পড়ুন- ভারতের কনিষ্ঠতম বাবা ১২ বছরের বালক আপাতত জামিনে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

HCL IT India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE