Advertisement
২৪ এপ্রিল ২০২৪

অসম-মেঘালয়ে বন্যা, তাওয়াংয়ের পথে ধসে আটকে পর্যটকরা

ধস ও বৃষ্টিতে বেহাল অবস্থা মেঘালয় ও অরুণাচলের বিভিন্ন এলাকায়। পুজোর অষ্টমী পর্যন্ত ভালই কাটলেও নবমী থেকে অসমে চলছে টানা বৃষ্টি।

আবারও বন্যা দেখা দিয়েছে লখিমপুর, কার্বি আংলং ও গোয়ালপাড়া জেলায়।—নিজস্ব চিত্র।

আবারও বন্যা দেখা দিয়েছে লখিমপুর, কার্বি আংলং ও গোয়ালপাড়া জেলায়।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৭ ১৮:২৫
Share: Save:

পুজোর মধ্যেই ফের ফিরে এল বৃষ্টি। তার জেরে চতুর্থ দফায় বন্যার কবলে পড়ল অসম। ধস ও বৃষ্টিতে বেহাল অবস্থা মেঘালয় ও অরুণাচলের বিভিন্ন এলাকায়। পুজোর অষ্টমী পর্যন্ত ভালই কাটলেও নবমী থেকে অসমে চলছে টানা বৃষ্টি। সেই সঙ্গে মেঘালয় ও অরুণাচলের বৃষ্টির ঢল নেমে বিপদসীমা পার করেছে বিভিন্ন নদী। আবারও বন্যা দেখা দিয়েছে লখিমপুর, কার্বি আংলং ও গোয়ালপাড়া জেলায়।

এর মধ্যে গোয়ালপাড়ার মাটিয়া, বালিজানে শতাধিক গ্রাম জলমগ্ন। দুটি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন গ্রামবাসীরা। উদ্ধারে নেমেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সব জেলাশাসককে অবিলম্বে ত্রাণ ও উদ্ধারে নেতৃত্বে দেওয়ার নির্দেশ দেন। পর্যাপ্ত পানীয় জল ও শিশুখাদ্য পাঠানো হচ্ছে বন্যা কবলিত এলাকায়। এ দিন কার্বি আংলংয়ের নাগাখুলিতে বর নেউরিয়া নদীতে বিসর্জনে গিয়ে জলের তোড়ে ভেসে যান এক যুবক। মেঘালয়ের পশ্চিম গারো হিলেও সমতল অংশে বন্যা চলছে।

আরও পড়ুন: ধনুক বিকল, হাতেই তির ছুড়ে রাবণ দহন করলেন মোদী

পাহাড়ি এলাকার বিভিন্ন স্থানে ধস নেমে যাতায়াত বন্ধ। একটি স্কুলও টানা বৃষ্টিতে ভেঙে পড়েছে। অরুণাচল প্রদেশের বমডিলা-ডিরাং রোডের ৫ মাইলে ধস নেমে আটকে পড়ে শতাধিক গাড়ি। ধসে প্রায় ১৫০ মিটার রাস্তা নিশ্চিহ্ন। বিআরও ও পূর্ত দফতর মেরামতির কাজ চালাচ্ছে। বৃষ্টিতে ব্যাহত হচ্ছে গতি। গত রাতে বহু বিদেশি ও দেশি পর্যটক রাস্তাতেই রাত কাটিয়েছেন। আশপাশের হোটেলে জায়গা নেই। স্বচ্ছ ভারত অভিযানে যোগ দিতে তাওয়াংগামী অনেক সরকারি কর্তাও রাস্তায় গাড়িতেই থাকছেন। স্থানীয় ট্যাক্সি চালকরা হেঁটে পাহাড় পার করে মহিলা-শিশুদের নিজেদের বাড়িতে নিয়ে গিয়েছেন। সে লা-র কাছে সাঙ্গেতেও ধস নেমেছে। অন্য দিকে দৈমুখ থেকে হজ-পোতিন রোডেও টানা বৃষ্টিতে কালভার্ট ভেঙে ভেসে গিয়ে যাতায়াত বন্ধ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE