Advertisement
২৫ এপ্রিল ২০২৪
National News

প্রবল বৃষ্টিতে নাজেহাল মুম্বই!

বৃষ্টিতে ব্যাহত হয়েছে শহর ও শহরতলির রেল পরিষেবাও। ওয়েস্টার্ন রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন, এ দিন সকাল থেকে ৫টি ট্রেন বাতিল করা হয়েছে। বাকি ট্রেনগুলি দেরিতে চলছে। বসই ও বিরারের রেললাইনে জল জমায় বিপর্যস্ত হয়েছে রেল পরিষেবাও।

বৃষ্টিতে  ব্যাহত হয়েছে মুম্বইয়ের স্বাভাবিক জীবনযাত্রা। ছবি: রয়টার্স।

বৃষ্টিতে ব্যাহত হয়েছে মুম্বইয়ের স্বাভাবিক জীবনযাত্রা। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৭ ১১:৪৬
Share: Save:

রাতভর মুষলধারে বৃষ্টির হয়েছে। সকালেও থামেনি। বরং আরও বৃষ্টির চোখরাঙানিতে কাঁপছে মুম্বই। শহরের নিচু এলাকায় জমেছে জল। বন্ধ স্কুল-কলেজ-অধিকাংশ দোকানপাট-অফিস। বিপর্যস্ত রেল ও বিমান পরিষেবা। রাস্তায় দেখা নেই যানবাহনের। অবিরাম বৃষ্টিতে সপ্তাখানেকের মধ্যেই ফের বানভাসি বাণিজ্যনগরী।

মঙ্গলবার বিকেল থেকেই টানা বৃষ্টি শুরু হয়েছিল। বুধবার সকালেও তা থামার লক্ষণ নেই। ইতিমধ্যেই জল জমেছে দক্ষিণ মুম্বই, কান্দিভলি, বোরিভিলি, অন্ধেরি ও ভাণ্ডপ এলাকায়। এর মাঝেই আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এখনও পর্যন্ত মুম্বইয়ে ২১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শহরতলিতে গত ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ৩০৩ মিলিমিটার।

আরও পড়ুন

১১ বছরেই হৃদ্‌রোগ! ডাক্তাররা দুষছেন ‘কাওয়াসাকি’কে

রোশন কেন রাজনাথের কাছে, প্রশ্ন রাজ্যের

মুম্বই বিমানবন্দর সূত্রে খবর, অতি বৃষ্টিতে টারম্যাকে বিমান চলাচল করা বিপজ্জনক হয়ে গিয়েছে। এ দিন সকাল পর্যন্ত ৫৬টি উড়ানের সময় পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবারই স্পাইসজেট বোয়িং ৭৩৭ বিমানটি অবতরণের সময় দুর্ঘটনার মুখে পড়ে। ভিজে রানওয়ের উপরে নামার সময় বিমানটির চাকা কাদায় আটকে যায়। তবে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পান বিমানের ১৮৩ জন যাত্রী।

বৃষ্টিতে ব্যাহত হয়েছে শহর ও শহরতলির রেল পরিষেবাও। ওয়েস্টার্ন রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন, এ দিন সকাল থেকে ৫টি ট্রেন বাতিল করা হয়েছে। বাকি ট্রেনগুলি দেরিতে চলছে। বসই ও বিরারের রেললাইনে জল জমায় বিপর্যস্ত হয়েছে রেল পরিষেবাও।

প্রশাসনের তরফে আগেই জানানো হয়েছিল, এ দিন স্কুল-কলেজ বন্ধ থাকবে। এ নিয়ে টুইট করেন মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী বিনোদ তাওড়ে। বৃষ্টির ফলে বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরাও।

দেখুন ভিডিও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mumbai Rain Weather
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE