Advertisement
২৪ এপ্রিল ২০২৪
National news

সামনে-পিছনে গাড়ি, রাস্তার উপরে জলের ঢেউ, বৃষ্টিতে ফের স্তব্ধ দিল্লি-গুড়গাঁও

মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে ফের স্তব্ধ হয়ে গেল দিল্লি থেকে গুড়গাঁও। বৃষ্টির জল জমে রাস্তা বেহাল হওয়ায় ঘণ্টার পর ঘণ্টা রাস্তার উপরেই সারি দিয়ে দাঁড়িয়ে থাকল গাড়ি। হাজার হাজার মানুষ আটকে পড়লেন রাস্তাতেই। দুপুর পর্যন্ত অবস্থার তেমন কোনও উন্নতি হয়নি।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৬ ১৪:৩৬
Share: Save:

মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে ফের স্তব্ধ হয়ে গেল দিল্লি থেকে গুড়গাঁও। বৃষ্টির জল জমে রাস্তা বেহাল হওয়ায় ঘণ্টার পর ঘণ্টা রাস্তার উপরেই সারি দিয়ে দাঁড়িয়ে থাকল গাড়ি। হাজার হাজার মানুষ আটকে পড়লেন রাস্তাতেই। দুপুর পর্যন্ত অবস্থার তেমন কোনও উন্নতি হয়নি।

মাস খানেক আগেও এমন ঘটনার সাক্ষী থেকেছেন গুড়গাঁওয়ের বাসিন্দারা। তখন কোথাও কোথাও ১২-১৩ ঘণ্টা যানজটে আটকে পড়তে হয়েছিল শহরবাসীকে। বুধবার প্রথম থেকেই সোশ্যাল মিডিয়ার ক্ষোভ উগরে দিতে থাকেন শহরবাসী। গত সোমবার দিল্লি পৌঁছে বৃষ্টিতে আটকে পড়েছিলেন মার্কিন বিদেশসচিব জন কেরি। বৃষ্টির জেরে তাঁর দিল্লির সমস্ত ধার্মিকস্থান পরিদর্শনের পরিকল্পনা বাতিল হয়ে যায়। এ দিন দিল্লি আইআইটি-তে শহরের পরিস্থিতি নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘এখানে আসতে গেলে নৌকার প্রয়োজন।’’ মার্কিন বিদেশসচিবের মন্তব্য নিয়ে তুমুল কটাক্ষ চলে সোশ্যাল মিডিয়ায়। রাস্তায় আটকে পড়া শহরবাসী ট্রাফিক পুলিশকে লক্ষ্য করে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি পুলিশ টুইট করে সকলকে শান্ত থাকার আবেদন জানায়। সঙ্গে কোন কোন রাস্তা এড়িয়ে চলা উচিত তার একটি তালিকাও টুইট করে জানিয়ে দেয় পুলিশ। কিন্তু তত ক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। ভয়াবহ যানজটে ফেঁসে গিয়েছেন হাজার হাজার মানুষ। অর্থাৎ বৃষ্টিতে তাপমাত্রা আর ভ্যাপসা গরমের থেকে সাময়িক রেহাই পেলেও দুর্ভোগের ভাগ পুষিয়ে দিয়েছে এই যানজট।

কিন্তু এত কিছুর পরও রাজধানীর নিকাশি ব্যবস্থার হাল যে একই থেকে গিয়েছে, বুধবারের কয়েক ঘণ্টার বৃষ্টিতে তা ফের সামনে এসে গেল।

দিল্লি-গুড়গাঁওয়ের সঙ্গে প্রবল বৃষ্টি হয়েছে হায়দরাবাদেও। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সেই তুমুল বৃষ্টিতে হায়দরাবাদের বাসিন্দারা আটকে পড়লেও তাঁদের দিল্লির মতো দুর্ভোগ পোহাতে হয়নি।

আরও পড়ুন: সামনে গাড়ি পিছনে গাড়ি, এক জায়গায় চার ঘণ্টা দাঁড়িয়ে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rain gurgaon traffic jam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE