Advertisement
২৩ এপ্রিল ২০২৪

চোখ রাঙালেই মিলবে যোগ্য জবাব: রাজনাথ

দুমকায় ওই অনুষ্ঠানে রাজনাথ বলেন, ‘‘মাওবাদী নেতারা বিলাসবহুল জীবন কাটাচ্ছেন, আর দলিত-গরিবদের হাতে বন্দুক তুলে দিচ্ছেন। এটা চলতে পারে না।’’ একইসঙ্গে পাকিস্তানকেও বার্তা দেন তিনি।

নিজস্ব সংবাদদাতা
রাঁচী শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৭ ০২:২২
Share: Save:

দেশ থেকে মাওবাদীদের নির্মূল করার আহ্বান জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। শুক্রবার ঝাড়খণ্ডে রঘুবর দাসের নেতৃত্বাধীন বিজেপি সরকারের ১ হাজার দিন পূরণের অনুষ্ঠানে সামিল হয়েছিলেন তিনি। দুমকায় ওই অনুষ্ঠানে রাজনাথ বলেন, ‘‘মাওবাদী নেতারা বিলাসবহুল জীবন কাটাচ্ছেন, আর দলিত-গরিবদের হাতে বন্দুক তুলে দিচ্ছেন। এটা চলতে পারে না।’’ একইসঙ্গে পাকিস্তানকেও বার্তা দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, ‘‘পাকিস্তান চোখ রাঙালে যোগ্য জবাব দেওয়ার ক্ষমতা রয়েছে ভারতের। এটা যেন তারা মনে রাখে।’’

এ দিন রাজ্যে প্রায় ৩ হাজার কোটি টাকার উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেন রাজনাথ। তার মধ্যে রয়েছে ময়ূরাক্ষী নদীতে কুমরাবাঁধ থেকে মকরমপুর পর্যন্ত সেতু। প্রশাসনের দাবি, তৈরির পর সেটি হবে ঝাড়খণ্ডের সব থেকে লম্বা সেতু।

আরও পড়ুন: আত্মহত্যার আগে ছাত্রের আর্তি, এমন শাস্তি নয়

এ দিকে পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় রাঁচীর সিবিআই আদালতে হাজিরার পরে এ দিন রঘুবর দাস সরকারের বিরুদ্ধে সরব হন লালুপ্রসাদ যাদব। তিনি বলেন, ‘‘এই সরকারের শাসনকালে ঝাড়খণ্ডের আদিবাসীরা উপেক্ষিত হচ্ছেন। তাঁরা কর্মহীন। শিশুমৃত্যু হচ্ছে হাসপাতালে। গণপিটুনিতে মরছে মানুষ। তাই উৎসবের নৈতিক অধিকার নেই রাজ্য সরকারের।’’ অন্য দিকে, রেলের হোটেল সংক্রান্ত মামলায় আগামী সোম ও মঙ্গলবার লালুপ্রসাদ ও তেজস্বীকে জেরা করতে চেয়ে নোটিস পাঠিয়েছে সিবিআই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE