Advertisement
২০ এপ্রিল ২০২৪

চিনের ভ্রুকুটি উপেক্ষা করে ভিয়েতনামকে ব্রহ্মস বিক্রি করতে চলেছে ভারত

চিনের অস্বস্তি আরও একটু বাড়াতে চলেছে ভারত। বিশ্বের দ্রুততম ক্রুজ মিসাইল ‘ব্রহ্মস’ ভিয়েতনামকে বিক্রি করার তোড়জোড় শুরু করেছে সাউথ ব্লক। ভারত-রুশ যৌথ উদ্যোগে তৈরি এই ক্ষেপণাস্ত্রকে এমনিতেই ‘ভারসাম্য ধ্বংসকারী’ হিসেবে দেখে চিন। সেই ক্ষেপণাস্ত্র এমন একটি দেশকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি, যার সঙ্গে একাধিক ইস্যুতে সঙ্ঘাতের কারণে চিনের সম্পর্ক মোটেই মধুর নয়।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ জুন ২০১৬ ১৯:০৪
Share: Save:

চিনের অস্বস্তি আরও একটু বাড়াতে চলেছে ভারত। বিশ্বের দ্রুততম ক্রুজ মিসাইল ‘ব্রহ্মস’ ভিয়েতনামকে বিক্রি করার তোড়জোড় শুরু করেছে সাউথ ব্লক। ভারত-রুশ যৌথ উদ্যোগে তৈরি এই ক্ষেপণাস্ত্রকে এমনিতেই ‘ভারসাম্য ধ্বংসকারী’ হিসেবে দেখে চিন। সেই ক্ষেপণাস্ত্র এমন একটি দেশকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি, যার সঙ্গে একাধিক ইস্যুতে সঙ্ঘাতের কারণে চিনের সম্পর্ক মোটেই মধুর নয়।

দক্ষিণ চিন সাগরের জলসীমার দখল নিয়ে ভিয়েতনামের সঙ্গে চিনের বিবাদ সুবিদিত। সেই সঙ্ঘাতের মধ্যে ভারত আগেই নাক গলিয়েছে। ভিয়েতনামের সঙ্গে যৌথ উদ্যোগে দক্ষিণ চিন সাগরের এমন সব এলাকায় ভারত খনিজ তেলের অনুসন্ধান শুরু করেছে, যে এলাকাকে ভিয়েতনামের জলসীমা হিসেবে স্বীকৃতি দেয় না চিন। নয়াদিল্লিকে এ নিয়ে হুঁশিয়ারিও দিয়েছে বেজিং। কিন্তু ভারত সে হুঁশিয়ারিতে পাত্তা না দিয়ে নিজেদের অনুসন্ধানকারী দলের নিরপত্তার স্বার্থে ভিয়েতনামে নিজস্ব নৌ-ঘাঁটি তৈরি করেছে। ভিয়েতনামের সঙ্গে স্থলসীমান্ত নিয়েও বিবাদ রয়েছে চিনের। দেশের উত্তর সীমান্তের সেই সমস্যার জেরে ভিয়েতনামকে চিনের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধেও জড়াতে হয়েছে। তাই দক্ষিণ-পূর্ব এশিয়া তথা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভিয়েতনাম বরাবরই চিনের বিপরীত মেরুতে।

এ হেন ভিয়েতনামকে ভারত ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বিক্রি করতে চলেছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর। ব্রহ্মস এমন একটি ক্ষেপণাস্ত্র যা শব্দের বেগের চেয়ে তিন গুণ জোরে ছোটে। কূটনৈতিক মহল বলছে, চিন মোটেই একে ভাল চোখে দেখবে না। চিনের এই মনোভাবের কথা ভারতের অজানা নয়। ভিয়েতনাম ব্রহ্মস ক্ষেপণাস্ত্র চেয়ে ভারতের কাছে বেশ কয়েক বছর ধরেই দরবার করছে। কিন্তু চিনের সম্ভাব্য বিরক্তির কথা আঁচ করেই ভিয়েতনামকে ভারত ব্রহ্মস দিতে দ্বিধা করছিল। সেই দ্বিধা এ বার নয়াদিল্লি ঝেড়ে ফেলেছে বলে সংবাদ সংস্থা রয়টার্স সূত্রের খবর।

আরও পড়ুন:

ভারতের অ্যান্টি-মিসাইল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল পাকিস্তান

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, ভিয়েতনাম শুধু ক্ষেপণাস্ত্র নয়, অতিরিক্ত কিছু চাইছে। ক্ষেপণাস্ত্রের সঙ্গে একটি যুদ্ধজাহাজও চাইছে ভিয়েতনাম, যে যুদ্ধজাহাজ থেকে ব্রহ্মস নিক্ষেপ করার সব ব্যবস্থাও থাকবে। হ্যানয়ের এই দাবি দিল্লি পূরণ করবে কি না নিশ্চিত নয়। তবে ভিয়েতনাম যে ব্রহ্মস পাচ্ছেই, তা নিশ্চিত।

শুধু ভিয়েতনাম নয়, আরও কয়েকটি দেশকে ব্রহ্মস বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমের সদস্যপদ পাওয়া নিশ্চিত হয়ে যাওয়ায় ভারতের পক্ষে এই ক্ষেপণাস্ত্র অন্য দেশকে বিক্রি করা সহজ হয়েছে। ক্ষেপণাস্ত্রের ব্যবসা করায় কোনও বাধা থাকছে না। তাই নয়াদিল্লির সঙ্গে সুসম্পর্ক রয়েছে এমন পাঁচটি দেশকে আপাতত ব্রহ্মস বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিয়েতনাম সে তালিকায় প্রথম। বাকি চারটি দেশ হল ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, চিলি এবং ব্রাজিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vietnam India China Brahmos
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE