Advertisement
২৪ এপ্রিল ২০২৪
National News

নিজেকে রক্ষা করার ক্ষমতা ভারতের রয়েছে: চিনের বিরুদ্ধে মুখ খুললেন সুষমা

ডোকলামে ত্রিদেশীয় সীমান্তে যে টানাপড়েন চলছে, ভারত বার বারই কূটনৈতিক পথে তার সমাধানের কথা বলছে। কিন্তু চিনের তরফে সেই সংযম নেই। ভারতের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ভাষা প্রয়োগ করছে চিনের সরকারি সংবাদমাধ্যম।

ডোকলাম ইস্যুতে চিন যে আচরণ দেখাচ্ছে, এ বার দ্ব্যর্থহীন ভাষাতেই তার নিন্দা করলেন ভারতের বিদেশ মন্ত্রী। ছবি: পিটিআই।

ডোকলাম ইস্যুতে চিন যে আচরণ দেখাচ্ছে, এ বার দ্ব্যর্থহীন ভাষাতেই তার নিন্দা করলেন ভারতের বিদেশ মন্ত্রী। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ জুলাই ২০১৭ ১৪:৪২
Share: Save:

বেশ কিছু দিন সংযম দেখানোর পর চিনের বিরুদ্ধে এ বার মুখ খুলল ভারতীয় বিদেশ মন্ত্রকের সর্বোচ্চ মহল। ভারত-ভুটান-চিন সীমান্তে যে ‘স্থিতাবস্থা’ ছিল, চিনই তা ভাঙার চেষ্টা করছে বলে বৃহস্পতিবার রাজ্যসভায় জানালেন খোদ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। সংসদে বিদেশমন্ত্রীর আশ্বাস, চিন এবং ভারতের মধ্যে চলতে থাকা এই টানাপড়েনে অন্যান্য দেশ ভারতের পাশেই রয়েছে। চিন যদি আক্রমণ করে, তা হলে নিজেদের রক্ষা করার মতো যথেষ্ট সক্ষমতা ভারতের রয়েছে বলেও এ দিন মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী।

ডোকলামে ত্রিদেশীয় সীমান্তে যে টানাপড়েন চলছে, ভারত বার বারই কূটনৈতিক পথে তার সমাধানের কথা বলছে। কিন্তু চিনের তরফে সেই সংযম নেই। ভারতের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ভাষা প্রয়োগ করছে চিনের সরকারি সংবাদমাধ্যম। একনাগাড়ে যুদ্ধের হুঙ্কার দেওয়া হচ্ছে। ভারত অবিলম্বে সেনা প্রত্যাহার না করলে ‘গুরুতর ফল’ ভোগ করতে হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।

চিনের হুঙ্কারে ভারত ভীত নয়। আত্মরক্ষায় ভারত যথেষ্ট সক্ষম। আশ্বাস দিয়েছেন বিদেশ মন্ত্রী। —প্রতীকী ছবি।

ভারতকে যদি ডোকলাম থেকে সেনা প্রত্যাহার করতে হয়, তা হলে চিনকেও একই পদক্ষেপ করতে হবে। রাজ্যসভা থেকে বৃহস্পতিবার এমনই বার্তা দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি বলেছেন, ‘‘ভারত অযৌক্তিক কিছু বলেনি,’’ এবং ‘‘অন্য দেশগুলিও ভারতকেই সমর্থন করছে।’’ সুষমা আরও বলেছেন, ‘‘যত ক্ষণ পর্যন্ত বিষয়টা চিন এবং ভুটানের মধ্যে ছিল, তত ক্ষণ আমাদের বলার কিছু ছিল না। কিন্তু যখন থেকে ঘটনাটা ত্রিদেশীয় সীমান্ত ঘিরে ঘটছে, তখন থেকেই আমাদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় প্রভাবিত হচ্ছে।’’ সেই কারণেই ডোকলামে ভারত সেনা পাঠিয়েছে বলে সুষমা জানান।

আরও পড়ুন: ভারতীয় চৌকি উড়িয়ে দেওয়ার দাবি করে ভিডিও পোস্ট করল পাক সেনা

ভারত-চিন টানাপড়েন সংক্রান্ত একটি প্রশ্নের জবাব দিতে গিয়ে এ দিন রাজ্যসভায় চিনের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছেন সুষমা। চিন যতই যুদ্ধের হুঙ্কার দিক, ভারত একটুও ভীত নয় বলে তিনি মন্তব্য করেছেন। চিনের দিক থেকে আসা হামলার মোকাবিলা করার সক্ষমতা ভারতের যথেষ্ট রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেছেন। বিদেশমন্ত্রী জানিয়েছেন, তিন দেশের সীমান্ত যে বিন্দুতে পরস্পরের সঙ্গে মিলছে, চিন বছরের পর বছর ধরে তার খুব কাছে চলে আসার চেষ্টা করছে। ১৬ জুন যে ঘটনাকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে, চিনের সেই পদক্ষেপ মেনে নেওয়া ভারতের পক্ষে সত্যিই সম্ভব ছিল না বলে তিনি জানিয়েছেন। ‘‘ত্রিদেশীয় সীমান্ত লঙ্ঘন করবে বলে ওরা সে দিন বুলডোজার এবং নির্মাণ সরঞ্জাম নিয়ে এসেছিল। এটা আমাদের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক।’’ মন্তব্য সুষমা স্বরাজের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE