Advertisement
২৬ এপ্রিল ২০২৪

পাক হানায় নিহত সেনা

তিনি মধ্যপ্রদেশের মোরেনার বাসিন্দা। পুঞ্চেই পাক হামলায় নিহত হয়েছেন ছোড়া মর্টারে নিহত হয়েছেন ৪০ বছরের এক মহিলাও।

নিজস্ব সংবাদদাতা
শ্রীনগর শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৭ ০৩:৩৫
Share: Save:

কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষবিরতি ভাঙল পাকিস্তান। সেনা জানিয়েছে, আজ বিকেল পাঁচটা নাগাদ পুঞ্চের কৃষ্ণগতি সেক্টরে হামলা চালায় পাক সেনা। সংঘর্ষে জগরাম সিংহ তোমর নামে এক জওয়ান নিহত হন।

তিনি মধ্যপ্রদেশের মোরেনার বাসিন্দা। পুঞ্চেই পাক হামলায় নিহত হয়েছেন ছোড়া মর্টারে নিহত হয়েছেন ৪০ বছরের এক মহিলাও।
নাম রাকিয়া বি। পাক সেনার একটি মর্টার শেল গিয়ে পড়ে গোলাদ কারলান গ্রামের বাসিন্দা মহম্মদ সাবিরের বাড়ির কাছে। নিহত হন তাঁর স্ত্রী রাকিয়া।

রাতে শোপিয়ানের জাইনাপোরা এলাকার অবনীরা গ্রামে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়েছে বাহিনীর। গোয়েন্দা সূত্রে খবর, ওই গ্রামে হিজবুলের চার কম্যান্ডার আলতাফ কাচরু, সাদ্দাম পাদ্দার, জিনাতুল ইসলাম, উমর মাজিদ ও ইয়াসিন ইট্টু থাকতে পারে বলে জানতে পেরেছে সেনা। হিজবুল নেতারা বৈঠকে বসেছে জানতে পেরেই অভিযান চালিয়েছে সেনার রাষ্ট্রীয় রাইফেলস ও জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশনস গ্রুপ। সংঘর্ষে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Indian army Death Jagram Singh Tomar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE