Advertisement
১৯ এপ্রিল ২০২৪
দিল্লিতে ঘোষণা নেতানিয়াহুর

দু’দেশের সম্পর্কের পথে সমস্যা নয় জেরুসালেম

নেতানিয়াহুর ছ’দিনের ভারত সফরকে সফল করে তুলতে যদিও দু’দেশের তরফেই প্রস্তুতি সারা। এ দিনই দিল্লির তিন মূর্তি মার্গের নাম বদলে করা হয়েছে ‘তিন মূর্তি হাইফা চক’।

মিত্র: ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তাঁর স্ত্রী সারাকে স্বাগত জানাচ্ছেন নরেন্দ্র মোদী। রবিবার দিল্লির পালম বিমানবন্দরে। ছবি: পিটিআই।

মিত্র: ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তাঁর স্ত্রী সারাকে স্বাগত জানাচ্ছেন নরেন্দ্র মোদী। রবিবার দিল্লির পালম বিমানবন্দরে। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৮ ০৩:৩৪
Share: Save:

জেরুসালেমকে ইজরায়েলের রাজধানী ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে ভোট দিয়েছে ভারত। তার পরেই ইজরায়েলের ক্ষেপণাস্ত্র কেনার ৩১৮৬ কোটি টাকার চুক্তি বাতিল করেছে নয়াদিল্লি। দু’দেশের সম্পর্কের এই টানাপড়েনের মধ্যেই আজ ভারতে পৌঁছলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আর কূটনীতির যাবতীয় প্রোটোকল ভেঙে নিজেই বিমানবন্দরে পৌঁছে তাঁকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারে বুকে জড়িয়ে ধরলেন। প্যালেস্তাইন-ইজরায়েল সম্পর্কের ভারসাম্য রাখতে গিয়ে এ বার নয়াদিল্লি নেতানিয়াহুর সঙ্গে কী ধরনের চুক্তিতে এগোয়, সেটাই দেখার।

নেতানিয়াহুর ছ’দিনের ভারত সফরকে সফল করে তুলতে যদিও দু’দেশের তরফেই প্রস্তুতি সারা। এ দিনই দিল্লির তিন মূর্তি মার্গের নাম বদলে করা হয়েছে ‘তিন মূর্তি হাইফা চক’। প্রথম বিশ্বযুদ্ধে ইজরায়েলের হাইফা শহরটিকে মুক্ত করতে ভারতীয় সেনারা যুদ্ধ করেছিলেন। সেই ইতিহাসকে সম্মান জানাতেই এই পরিবর্তন। তিন মূর্তিতে এ দিন এক অনুষ্ঠানে দুই রাষ্ট্রনেতাই উপস্থিত ছিলেন। পরে দিল্লিতে কয়েকটি বৈঠক সেরেই মুম্বই, আগ্রা যাবেন নেতানিয়াহু। যাবেন মোদীর রাজ্য গুজরাতেও। আর তাঁর সফরের অধিকাংশ সময়েই সঙ্গী থাকবেন মোদী। ইজরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে এসেছে ১৩০ সদস্যের বাণিজ্য প্রতিনিধি দল। এঁদের নিয়েই নেতানিয়াহু দেখা করবেন মুম্বইয়ের শিল্পপতিদের সঙ্গে। গুজরাতের ভাদরাদে কৃষি গবেষণা কেন্দ্রেও যাবেন তাঁরা। ভারতের আশা, এই সফরে ইজরায়েলের সঙ্গে বাণিজ্য ও প্রতিরক্ষার সম্পর্ক জোরদার হবে। সাইবার নিরাপত্তা, তেল ও প্রাকৃতিক গ্যাস, অপ্রচলিত শক্তির মতো ক্ষেত্রগুলিতে মউ স্বাক্ষরের পরিকল্পনাও রয়েছে দু’দেশের।

আরও পড়ুন: ভারতে পরমাণু হামলার হুমকি পাক বিদেশমন্ত্রীর

প্রধানমন্ত্রী মোদীর ইজরায়ল সফরের ছ’মাসের মধ্যেই নেতানিয়াহুর সফর ঘিরে ভারতীয় কূটনীতিকদের অনেক আশা। ১৫ বছর আগে ইজরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন এসেছিলেন দিল্লিতে। তার পরে চলেছে ইজরায়েল-প্যালেস্তাইন ঘিরে নয়াদিল্লির ভারসাম্যের কূটনীতি। গত বছর মোদীর সফরে নেতানিয়াহুর আতিথেয়তা সেই সম্পর্ককে বাড়তি মাত্রা দিয়েছিল। আর এ বারও ইজরায়েলের প্রধানমন্ত্রীর সফরের শুরু থেকেই একে সফল করার চেষ্টায় দু’দেশ। নয়াদিল্লিতে পা দেওয়ার আগেই নেতানিয়াহু আজ ভারতকে ‘বিশ্বের গুরুত্বপূর্ণ একটি শক্তিশালী দেশ’ আখ্যা দিয়েছেন। ঐতিহাসিক সফরে তিনি ‘তাঁর বন্ধু মোদী’র সঙ্গে দেখা করতে চলেছেন বলে জানিয়েছেন। পরে মোদীও টুইটারে নেতানিয়াহুকে নিজের বন্ধু হিসেবে উল্লেখ করেছেন। আর দিল্লিতে পৌঁছনোর পরে, রাষ্ট্রপুঞ্জে ভারতের ভোটের প্রসঙ্গ টেনে এ দিন নেতানিয়াহু বলেন, জেরুসালেম নিয়ে একটা ভোটে দু’দেশের সম্পর্ক বদলে যাবে না। গোয়েন্দা সহযোগিতার প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ইজরায়েলের গোয়েন্দাবাহিনী বিশ্বের সেরা। এ বছরেই বিমানে হামলার প্রায় ৩০টি ঘটনা আটকানো গিয়েছে ইজরায়েলের দেওয়া তথ্যের ভিত্তিতেই। ফলে ভারতের মতো মিত্র দেশের সঙ্গে আমরা সব সময়েই এই ধরনের তথ্য আদানপ্রদান করব।’’

কূটনীতির ছকবাঁধা রাস্তার বাইরে যেতে দু’দেশের এই চেষ্টার মধ্যেই এই সপ্তাহে মুম্বইয়ে পা রাখতে চলেছে ইজরায়েলের কিশোর মোশে হোলৎসবার্গ। ২০০৮ সালে মুম্বই হামলার সময়ে নারিম্যান হাউসে চোখের সামনেই বাবা-মাকে হারিয়েছিল এই শিশুটি। গত বছর ইজরায়েল সফরের সময়ে মোশেকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন মোদী। এখন সন্ত্রাসের বিরুদ্ধে ইজরায়েল ও ভারতের লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছে ১১ বছরের কিশোরটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Benjamin Netanyahu narendra modi US Israel
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE