Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National News

বিশ্ব সন্ত্রাসবাদীর তালিকায় ঠাঁই কর্নাটকের এই যুবকের

অনেক দিন ধরেই ভারত থেকে তরুণ-তরুণীদের আইএস মন্ত্রে দীক্ষিত করে তাঁদের ওই জঙ্গি সংগঠনে নিয়োগ করার অভিযোগ উঠছিল কর্নাটকের ভাটকলের বাসিন্দা শাফির বিরুদ্ধে। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) তার বিরুদ্ধে চার্জও গঠন করে।

মহম্মদ শফি আরমার। ছবি: সংগৃহীত।

মহম্মদ শফি আরমার। ছবি: সংগৃহীত।

শেষ আপডেট: ১৬ জুন ২০১৭ ১৯:১৫
Share: Save:

বিশ্বের সন্ত্রাসবাদীদের তালিকায় উঠে এল ভারতে আইএস জঙ্গি সংগঠনের প্রধান মহম্মদ শফি আরমারের নাম। বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি দফতর যখন ‘স্পেশ্যালি ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্ট’-এর তালিকা তৈরি করছিল, সেই তালিকাতেই নাম উঠে আসে কর্নাটকের যুবক, ৩০ বছর বয়সী আরমারের। ওই তালিকায় তাকে প্রশিক্ষণপ্রাপ্ত বিশ্ব সন্ত্রাসবাদীর তকমা দেওয়া হয়। শাফি ছাড়াও আরও তিন আইএস জঙ্গির নাম প্রকাশ করে মার্কিন ট্রেজারি দফতর। এরা হল বাহরাইনের মহম্মদ ইসা আল-বিনালি, ইরাকের উমর আল-কুবায়সি এবং বেলজিয়ামের উসামা আহমেদ আতার।

আরও পড়ুন: ১৯৯৩ মুম্বই বিস্ফোরণ: টাডা কোর্টে দোষী সাব্যস্ত আবু সালেম-সহ ছয়

অনেক দিন ধরেই ভারত থেকে তরুণ-তরুণীদের আইএস মন্ত্রে দীক্ষিত করে তাঁদের ওই জঙ্গি সংগঠনে নিয়োগ করার অভিযোগ উঠছিল কর্নাটকের ভাটকলের বাসিন্দা শফির বিরুদ্ধে। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) তার বিরুদ্ধে চার্জও গঠন করে। গোয়েন্দা সূত্রে দাবি করা হয়, এই শাফিই ভারত থেকে তরুণ-তরুণীদের আইএস আদর্শে অনুপ্রাণিত করে তাঁদের জঙ্গি সংগঠনে নিয়োগ করছে। বিভিন্ন জায়গায় হামলা চালানো, অস্ত্র প্রশিক্ষণ দেওয়া এবং সন্ত্রাসবাদী কাজকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে শফির বিরুদ্ধে। দিল্লি ও হরিদ্বারে জঙ্গি হামলা চালানোর চক্রান্তের জন্য এনআইএ শফির বিরুদ্ধে একটি চার্জশিটও দায়ের করে। এ বার বিশ্ব সন্ত্রাসের তালিকায় উঠে এল শফির নাম।

ভাটকলের একটি ছোট পরিবারের ছেলে শফি। তারা দুই ভাই। তার দাদা সুলতান আব্দুল কাদির আরমার ইন্ডিয়ান মুজাহিদিন (আইএম)-এর প্রতিষ্ঠাতা সদস্য। ২০০৮-এ যখন এ দেশে আইএম সদস্যদের ধরপাকড় শুরু হয় সে সময় দাদার সঙ্গেই পাকিস্তানে আশ্রয় নেয় তারা। পাকিস্তানের ইন্ডিয়ান মুজাহিদিন-এর শীর্ষ নেতৃত্বের সঙ্গে ভাটকল ভাইদের গণ্ডগোল হওয়ার পর দুই ভাই মিলে একটি নতুন জঙ্গি দল গঠন করে। নাম দেয় আনসার আল-তাউহিদ। পরে তারা সিরিয়ায় আইএস জঙ্গি সংগঠনের সঙ্গে হাত মেলায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Terrorism IS Karnataka US আইএস
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE