Advertisement
২০ এপ্রিল ২০২৪
National News

আগামী চার মাসে আরও ঝাঁ চকচকে হবে রাজধানী-শতাব্দী

রেল মন্ত্রক সূত্রে খবর, আগামী বছরের জানুয়ারিতেই শুরু হবে এই প্রকল্পের কাজ। তবে তারও আগে রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসকে আরও ঝাঁ চকচকে করার কাজে মন দিল ভারতীয় রেল।

—ফাইল চিত্র

—ফাইল চিত্র

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ জুন ২০১৭ ১৯:১৮
Share: Save:

কিছুদিন আগেই রাজধানী এক্সপ্রেসের গতি বাড়ানোর কথা ঘোষণা করেছে রেল মন্ত্রক। জানা গিয়েছিল, আগামী ২-৩ বছরের মধ্যে অন্তত ৩০ শতাংশ গতি বাড়ানো হবে দেশের অন্যতম দ্রুতগামী এই ট্রেনের। রেল মন্ত্রক সূত্রে খবর, আগামী বছরের জানুয়ারিতেই শুরু হবে এই প্রকল্পের কাজ। তবে তারও আগে রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসকে আরও ঝাঁ চকচকে করার কাজে মন দিল ভারতীয় রেল।

রেল সূত্রে খবর, স্বর্ণ প্রকল্পের অধীনে এই কাজ শুরু হবে শীঘ্রই। এই প্রকল্পে রাজধানী ও শতাব্দীর ভোল আমূল বদলে ফেলা হবে বলে দাবি রেলের। আগামী অক্টোবর থেকে নতুন সাজে রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসকে যাত্রীরা পাবেন বলে আশা করছে রেল।

আরও পড়ুন: আরও গতি বাড়াবে রাজধানী, হাওড়া থেকে দিল্লি পৌঁছবে অর্ধেক দিনেই!

• স্বর্ণ প্রকল্পে মূলত জোর দেওয়া হচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, কোচের অন্দরসজ্জা, টয়লেট, ক্যাটারিং, সুরক্ষা ব্যবস্থা, বিনোদনমূলক ব্যবস্থা, হাউজকিপিং এবং নিয়মিত যাত্রীদের প্রতিক্রিয়া গ্রহণের মতো ১০টি বিষয়ের উপর।

• ট্রেনের প্রতিটি কোচেই থাকবে হাই স্পিড ও আরও উন্নত ফ্রি-ওয়াইফাই, চা ও কফি ভেন্ডিং মেশিন ও ইনফোটেশন স্ক্রিন।

• এই স্ক্রিনে নিজেদের ইচ্ছা অনুযায়ী সিনেমা, সিরিয়াল এবং পছন্দের গান শুনতে পারবেন যাত্রীরা।

• খাবার পরিবেশন করার জন্য রেলকর্মীরা ব্যবহার করবেন ফুড-ট্রলি।

• পাশাপাশি যাত্রীদের বসার আসন আরও আরামদায়ক করা হবে।

• প্রথম পর্বে মুম্বই-দিল্লি রাজধানী এক্সপ্রেস এবং মুম্বই-আমদাবাদ শতাব্দী এক্সপ্রেসে শুরু হবে এই পরিষেবা।

• মোট ১৫টি রাজধানী ও ১৫টি শতাব্দী এক্সপ্রেস এই প্রকল্পের আওতায় আসবে।

• প্রাথমিক ভাবে প্রতিটি কোচের ভোল বদলের জন্য ৫০ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে।

• পুরো বিষয়টি দেখভালের জন্য দু’টি কমিটি গঠন করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE