Advertisement
২০ এপ্রিল ২০২৪
National

ধৃত ভারতীয় সিপাইকে সাড়ে তিন মাস পর ফেরত দিল পাকিস্তান

‘না বুঝে’ ভারত ও পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণরেখা (এলওসি) পেরিয়ে যাওয়ায় ধৃত ভারতীয় সিপাই চান্দু বাবুলাল চহ্বানকে শনিবার ভারতের হাতে তুলে দিল পাকিস্তান। পাক বিদেশমন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, পঞ্জাবের ওয়াঘা সীমান্তে এ দিন বেলা আড়াইটে নাগাদ চান্দুকে তুলে দেওয়া হয় ভারতীয় কর্তৃপক্ষের হাতে।

৩৭ রাষ্ট্রীয় রাইফেলসের সেই সিপাই চান্দু বাবুলাল চহ্বান।

৩৭ রাষ্ট্রীয় রাইফেলসের সেই সিপাই চান্দু বাবুলাল চহ্বান।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৭ ১৭:৩৪
Share: Save:

‘না বুঝে’ ভারত ও পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণরেখা (এলওসি) পেরিয়ে যাওয়ায় ধৃত ভারতীয় সিপাই চান্দু বাবুলাল চহ্বানকে শনিবার ভারতের হাতে তুলে দিল পাকিস্তান।

পাক বিদেশমন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, পঞ্জাবের ওয়াঘা সীমান্তে এ দিন বেলা আড়াইটে নাগাদ চান্দুকে তুলে দেওয়া হয় ভারতীয় কর্তৃপক্ষের হাতে।

ভারতের বিদেশমন্ত্রক সূত্রের খবর, পাকিস্তানের কাছ থেকে ফেরত পাওয়া ভারতীয় সিপাই চান্দুর বিশেষ মেডিক্যাল পরীক্ষা করানো হবে আজ-কালের মধ্যেই।

ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় মোতায়েন ভারতীয় সেনাবাহিনীর ৩৭ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের ২২ বছর বয়সী সিপাই চান্দু বাবুলাল চহ্বান ভুল করে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে যাওয়ায় পাক সেনাবাহিনীর হাতে ধরা পড়েছিলেন। চান্দুর বাড়ি মহারাষ্ট্রের ধুলে জেলার বরভিহির গ্রামে।

আরও পড়ুন- সীমান্তে একের পর এক সুড়ঙ্গ! পাকিস্তানকে রুখতে আসরে আইআইটি

গত ১২ জানুয়ারি প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী সুভাষ ভামরে জানিয়েছিলেন, জেরা করার পর ধৃত ভারতীয় সিপাই চান্দুকে ভারতের হাতে তুলে দেওয়ার আশ্বাস দিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের ‘ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স’ (আইএসপিআর)-এর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘নিয়ন্ত্রণরেখায় শান্তি বজায় রাখতে সৌজন্যের খাতিরেই ধৃত ভারতীয় সিপাই চান্দু বাবুলাল চহ্বানকে ফিরিয়ে দেওয়া হল ভারতে।’’

আইএসপিআর-এর ওই বিবৃতিতে এও দাবি করা হয়েছে যে, ‘‘ভারতীয় সেনাবাহিনীর ৩৭ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের কম্যান্ডারদের সঙ্গে মনোমালিন্যের জেরে নিজের ইচ্ছেতেই চান্দু ২৯ সেপ্টেম্বর নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ঢুকে পড়েছিলেন পাকিস্তান সীমান্তের ভিতরে। তার পর তিনি আত্মসমর্পণ করেছিলেন পাক সেনাবাহিনীর কাছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE