Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সুইস ব্যাঙ্কে টাকা কম ভারতীয়দের

সুইস ব্যাঙ্কে ভারতীয় রাজনীতিক, শিল্পপতিদের একাংশ বহু দিন ধরেই কালো টাকার পাহাড় জমাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। ক্ষমতায় আসা ইস্তক যে অর্থ দেশে ফিরিয়ে আনবেন বলে সওয়াল করে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ জুন ২০১৭ ০৩:২০
Share: Save:

সিঙ্গাপুর কিংবা হংকংয়ের তুলনায় অনেক পিছিয়ে ভারত। সুইস ব্যাঙ্কে ভারতীয়দের জমানো টাকার পরিমাণ নেহাতই কম বলে আজ জানাল সে দেশের বেসরকারি ব্যাঙ্কের একটি সংগঠন।

সুইস ব্যাঙ্কে ভারতীয় রাজনীতিক, শিল্পপতিদের একাংশ বহু দিন ধরেই কালো টাকার পাহাড় জমাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। ক্ষমতায় আসা ইস্তক যে অর্থ দেশে ফিরিয়ে আনবেন বলে সওয়াল করে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেসরকারি ব্যাঙ্কের ওই সংগঠন অবশ্য আজই জানিয়ে দিয়েছে, ভারতীয়রা ইদানীং সুইস ব্যাঙ্কে অনেকের থেকেই কম টাকা রাখছেন। একই মত সুইস ন্যাশনাল ব্যাঙ্কেরও। তাদের ওয়েবসাইট বলছে— ২০০৬ সালে যেখানে সুইস ব্যাঙ্কে মোট ভারতীয় অর্থের পরিমাণ ছিল ২৩ হাজার কোটি টাকা, ২০১৫-র শেষে এসে তা দাঁড়িয়েছে মাত্র সাড়ে ৮ হাজার কোটিতে। নয়াদিল্লি যদিও বেসরকারি ব্যাঙ্কিং সংগঠনের দাবিতে নয়, ভরসা রাখতে চাইছে সরকারি তথ্যেই। যা পেতে পেতে এখনও অপেক্ষা দু’বছরের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE