Advertisement
২৪ এপ্রিল ২০২৪
National News

মুম্বইয়ে জেলবন্দি ইন্দ্রাণীকে এ বার জেরায় ডাকল ইডি

মেয়েকে খুনের মামলার শুনানিতে এখন মুম্বইয়ের সিবিআই আদালতে হাজিরা দিতে হচ্ছে ইন্দ্রাণীকে। তাই জেরার জন্য ইন্দ্রাণীকে দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য ইডি আদালতের অনুমতি চেয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসাররা।

ইন্দ্রাণী মুখোপা্ধ্যায়। -ফাইল চিত্র।

ইন্দ্রাণী মুখোপা্ধ্যায়। -ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৭ ১৯:৫৮
Share: Save:

মেয়ে শিনা বোরাকে খুনের অভিযোগে মুম্বইয়ের জেলে বন্দি ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে এ বার দিল্লিতে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের পুত্র কার্তি জড়িত রয়েছেন যে দুর্নীতি মামলায়, সেই মামলাতেই ইন্দ্রাণীকে জেরা করতে চায় ইডি। তদন্তকারী অফিসারেরা জানিয়েছেন, ২০০৮ সালে আইএনএক্স মিডিয়া গড়ার সময় ৩০০ কোটি টাকার বিদেশি বিনিয়োগে সরকারি অনুমোদন আদায়ে চিদম্বরম-পুত্র কার্তির সাহায্য নিয়েছিলেন ইন্দ্রাণী ও তাঁর স্বামী পিটার মুখোপাধ্যায়। আর তার বিনিময়ে কার্তিকে প্রচুর পরিমাণে ঘুষ দেওয়া হয়েছিল।

মেয়েকে খুনের মামলার শুনানিতে এখন মুম্বইয়ের সিবিআই আদালতে হাজিরা দিতে হচ্ছে ইন্দ্রাণীকে। তাই জেরার জন্য ইন্দ্রাণীকে দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য ইডি আদালতের অনুমতি চেয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসাররা।

আরও পড়ুন- দেশে ফিরতে মরিয়া দাউদ কেন্দ্রের দ্বারস্থ, দাবি রাজের

আরও পড়ুন- ২১ বছরের তরুণীকে ধর্ষণ স্বঘোষিত ‘ধর্মগুরু’র

ইন্দ্রাণীর আইনজীবী গুঞ্জন মঙ্গলা বলেছেন, ‘‘সিবিআই আদালত বলছে, শুনানির (খুনের মামলা) জন্য এখন ইন্দ্রাণীর থাকার দরকার মুম্বইয়ে। তাই দেখা যাক, কখন ইন্দ্রাণী দিল্লি যাওয়ার অনুমতি পান।’’

মেয়েকে খুনের অভিযোগে ইন্দ্রাণীকে গ্রেফতার করা হয় ২০১৫ সালে। অভিযোগ, খুনের পর শিনার দেহটিকে পুড়িয়েও দিয়েছিলেন ইন্দ্রাণী। ইন্দ্রাণীর স্বামী পিটারও এখন ওই মামলায় জেলে বন্দি।

গত সপ্তাহে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী চিদম্বরম বলেছিলেন, তাঁর ছেলে কার্তিকে অযথা হেনস্থা না করে ইডি তাঁকেই জেরা করতে পারে।

ইডি-র অফিসাররা অবশ্য জানিয়েছেন, চিদম্বরমকে এখনই তাঁরা জেরায় ডাকছেন না। তাঁরা ধাপে ধাপে এগোবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE