Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ফের পুলিশি হেফাজতে ইন্দ্রাণী-সহ তিন অভিযুক্ত

ফের তিন দিনের পুলিশি হেফাজত হল শিনা হত্যায় তিন মূল অভিযুক্ত ইন্দ্রাণী, সঞ্জীব খন্না এবং শ্যাম রাইয়ের। বারো দিনের হেফাজতের শেষে শনিবার তাঁদের আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৫ ১০:৫৭
Share: Save:

ফের তিন দিনের পুলিশি হেফাজত হল শিনা হত্যায় তিন মূল অভিযুক্ত ইন্দ্রাণী, সঞ্জীব খন্না এবং শ্যাম রাইয়ের। বারো দিনের হেফাজতের শেষে শনিবার তাঁদের আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন।

পুলিশ সূত্রে খবর, আদালতের কাছে ধৃতদের পুলিশি হেফাজতের মেয়াদ বৃদ্ধির আবেদন জানানো হয়। সেই আবেদনে ফরেন্সিক বিশেষজ্ঞদের প্রাথমিক রিপোর্ট পেশ করে পুলিশ। ফরেন্সিক বিশেষজ্ঞদের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী রায়গড়ের জঙ্গলে উদ্ধার হওয়া খুলির অংশ শিনারই। আবেদনে সাড়া দিয়ে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ইন্দ্রাণীদের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। ফলে শিনা হত্যা কাণ্ডের রহস্য সমাধানে তদন্তকারীরা আরও এক ধাপ এগোল বলেই মনে করা হচ্ছে।

পুলিশের এক আধিকারিক এ দিন বলেন, “ডিজিটাল সুপারইম্পোজিশনের মাধ্যমে পাওয়া ছবির সঙ্গে শিনার প্রোফাইলের যথেষ্ট মিল পাওয়া গিয়েছে। উদ্ধার হওয়া দেহাংশ যে শিনারই, এটা থেকে তা মোটামুটি পরিষ্কার।”

অভিযুক্তদের তালিকায় না থাকলেও প্রাক্তন স্টার কর্তা পিটার মুখোপাধ্যায়কে যে ক্লিন চিট দেওয়া হচ্ছে না, তা-ও জানান ওই পুলিশ কর্তা। পিটার এবং ইন্দ্রাণীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেতে গত কয়েক দিন ধরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাক্তন মিডিয়া কর্তাকে। খোঁজ মিলেছে ইন্দ্রাণীর বেশ কিছু অ্যাকাউন্টের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE