Advertisement
১৮ এপ্রিল ২০২৪

আরও কমে গেল প্রভিডেন্ট ফান্ডে সুদের হার

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে ফের সুদের হার কমিয়ে দিল সরকার। আজ সন্ধ্যায় এই সিদ্ধান্ত ঘোষিত হয়েছে।

কমল প্রভিডেস্ট ফান্ডের সুদের হার। ফাইল চিত্র।

কমল প্রভিডেস্ট ফান্ডের সুদের হার। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৪৬
Share: Save:

প্রভিডেন্ট ফান্ডে (পিএফ) সুদের হার আরও কমে গেল। গত আর্থিক বছরের তুলনায় ০.১ শতাংশ সুদের হার কমানোর কথা বুধবার ঘোষণা করেছে ‘এপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন’ (ইপিএফও)। পিএফে সুদের হার ৮.৬৫ থেকে কমে হচ্ছে ৮.৫৫ শতাংশ। এর ফলে প্রায় ৫ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবেন।

২০১৬-১৭ আর্থিক বছরে উপভোক্তারা ৮.৬৫ শতাংশ হারে সুদ পেতে পারেন। তার আগে ২০১৫-১৬ আর্থিক বর্ষে ওই হারই ৮.৮ শতাংশ ছিল। এ বার তা কমে আরও কমে গেল।

আরও পড়ুন:

পিপিএফ এবং স্বল্প সঞ্চয়ে বড় বদল আনছে কেন্দ্র

অনাদায়ী ঋণে রাশ টানতে জারি হল নতুন নির্দেশিকা

ইপিএফও-র এ দিনের সিদ্ধান্তের বিষয়টি অর্থ মন্ত্রককে জানানো হবে। মন্ত্রকের অনুমোদন পেলেই এই আর্থিক বছরের শেষে সুদের টাকা উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকে যাবে। ইপিএফও সূত্রে খবর, উপভোক্তা তাঁর অ্যাকাউন্টে কত জমা পড়ল তা অনলাইন অথবা অ্যাপসের মাধ্যমে জানতে পারবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

PF Rate Of Interest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE