Advertisement
২০ এপ্রিল ২০২৪
National

কারা দায়ী সবাই জানে, অসহিষ্ণুতা নিয়ে সরব এ বার রতন টাটা

অসহিষ্ণুতা নিয়ে মুখ খুললেন রতন টাটা। এই প্রথম। অসহিষ্ণুতাকে ‘অভিশাপ’ বলে মনে হয়েছে টাটা সন্সের চেয়ারম্যান এমেরিটাস রতন টাটার। গ্বালিয়রে রবিবার, সিন্ধিয়া স্কুলের ১১৯ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে তাঁর ভাষণে রতন টাটা বলেন, ‘‘আমার মনে হয় প্রত্যেকেই জানেন অসহিষ্ণুতার বিষয়টা কোথা থেকে এসেছে, সেটা কী জিনিস। ভারতের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চাইছেন দেশ থেকে অসহিষ্ণুতার অবসান হোক।’’

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৬ ১৭:২১
Share: Save:

অসহিষ্ণুতা নিয়ে মুখ খুললেন রতন টাটা। এই প্রথম। অসহিষ্ণুতাকে ‘অভিশাপ’ বলে মনে হয়েছে টাটা সন্সের চেয়ারম্যান এমেরিটাস রতন টাটার।

গ্বালিয়রে রবিবার, সিন্ধিয়া স্কুলের ১১৯ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে তাঁর ভাষণে রতন টাটা বলেন, ‘‘আমার মনে হয় প্রত্যেকেই জানেন অসহিষ্ণুতার বিষয়টা কোথা থেকে এসেছে, সেটা কী জিনিস।তার জন্য কারা দায়ী। ভারতের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চাইছেন দেশ থেকে অসহিষ্ণুতার অবসান হোক।’’ ওই মন্তব্যের সময় টাটার পাশেই বসেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কিছু ক্ষণ আগে সিন্ধিয়ার ভাষণেও উঠে এসেছিল অসহিষ্ণুতার প্রসঙ্গ। তার উল্লেখ করে টাটা বলেন, ‘‘একটু আগে মহারাজাও (জ্যোতিরাদিত্য সিন্ধিয়া) অসহিষ্ণুতা নিয়ে বলেছেন। এখন এটাই আমাদের অভিশাপ হয়ে উঠেছে। আমরা এমন একটা পরিবেশে বাঁচতে চাই যেখানে আমরা সবাই সবাইকে ভালবাসতে পারি। যেখানে আমরা কাউকে গুলি করব না। কাউকে খুন করব না। কাউকে অপহরণ করব না। দেওয়া আর নেওয়ার ভিত্তিতে চলব।’’

আরও পড়ুন- জঙ্গি দমনে দরকারে একতরফা ব্যবস্থা, পাকিস্তানকে মার্কিন হুমকি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE