Advertisement
২০ এপ্রিল ২০২৪

ভারতে ব্যর্থ আইএস, দাবি করলেন রাজনাথ

রাজনাথের সাংবাদিক বৈঠকে উঠে এসেছে মাওবাদীদের কথাও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ইউপিএ জমানার তুলনায় মাওবাদী হামলা ২৫ শতাংশ কমেছে।গত তিন বছরে মাওবাদী হামলায় মৃত্যুও ৪২ শতাংশ কমেছে বলে দাবি করেছেন রাজনাথ।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ জুন ২০১৭ ০৩:৫৫
Share: Save:

ভারতে বহু মুসলিমের বাস। তবুও জঙ্গি সংগঠন আইএস এই দেশে কোনও রকম প্রভাব ফেলতে পারেনি বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। শনিবার নরেন্দ্র মোদী সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে দিল্লিতে একটি সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে নিজের দফতরের সাফল্য তুলে ধরেন রাজনাথ। বলেন, ‘‘মুসলিম জনসংখ্যার নিরিখে ভারত বিশ্বে দ্বিতীয় স্থানে থাকলেও আইএস এখানে দাঁত ফোটাতে পারেনি।’’

এই ‘সাফল্যের’ কারণ কী? রাজনাথ জানান, সন্ত্রাসবাদী কাজকর্ম ঠেকাতে সরকার বদ্ধপরিকর। তারই অঙ্গ হিসেবে আইএস কর্মী-সমর্থক এবং তাদের প্রতি সহানুভূতিশীল—সব মিলিয়ে এখনও পর্যন্ত ৯০ জনেরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। পাঁচ ইন্ডিয়ান
মুজাহিদিন জঙ্গিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর এই সব কারণে জঙ্গিদের কোমর ভেঙে গিয়েছে।

রাজনাথের সাংবাদিক বৈঠকে উঠে এসেছে মাওবাদীদের কথাও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ইউপিএ জমানার তুলনায় মাওবাদী হামলা ২৫ শতাংশ কমেছে। গত তিন বছরে মাওবাদী হামলায় মৃত্যুও ৪২ শতাংশ কমেছে বলে দাবি করেছেন রাজনাথ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rajnath Singh ISIS Muslim Terrorism
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE