Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মোদীকে বিপ্লবী নেতা বললেন নেতানিয়াহু

মোদী যৌথ বিবৃতি দেওয়ার সময় নেতানিয়াহুকে সম্বোধন করেন তাঁর ডাকনামে, আমার বন্ধু ‘বিবি’ বলে। নেতানিয়াহুও মোদীকে শুধু ‘নরেন্দ্র’ বলে ডেকে সে উষ্ণতার জবাব দেন।

রাজভবনে বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রী সারা-র সঙ্গে করমর্দন নরেন্দ্র মোদীর। সোমবার। ছবি: এএফপি।

রাজভবনে বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রী সারা-র সঙ্গে করমর্দন নরেন্দ্র মোদীর। সোমবার। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৮ ০৩:০৭
Share: Save:

কথা হল। ন’টি চুক্তিও। ছ’দিনের সফরে ভারতে এসে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘বৈপ্লবিক নেতা’ বলে সম্বোধন করলেন।

সোমবার ইজরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে যে আলোচনা হয়েছে, তাতে মোদী ইঙ্গিত দেন, ভারতে প্রতিরক্ষা খাতে এখন প্রত্যক্ষ বিদেশি লগ্নির (এফডিআই) অবাধ সুযোগ। তিনি চান, সে সুযোগ পুরোদমে কাজে লাগাক ইজরায়েলের সংস্থাগুলি। চুক্তির মধ্যে আছে সাইবার নিরাপত্তা, শক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রও।

মোদী যৌথ বিবৃতি দেওয়ার সময় নেতানিয়াহুকে সম্বোধন করেন তাঁর ডাকনামে, আমার বন্ধু ‘বিবি’ বলে। নেতানিয়াহুও মোদীকে শুধু ‘নরেন্দ্র’ বলে ডেকে সে উষ্ণতার জবাব দেন। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বার ইজরায়েল সফরের কথা মনে করিয়ে মোদী বলেন, ‘‘গত বছর জুলাইয়ে ১২৫ কোটি ভারতীয়ের শুভেচ্ছা নিয়ে ইজরায়েল যাই। বদলে সেখানকার মানুষের স্নেহ আর উষ্ণতা পেয়েছি বন্ধু বিবি-র সৌজন্যে।’’ জবাবে বিবিও বলেছেন, ‘‘আমার বন্ধু নরেন্দ্র, কখনও যদি যোগাসনের ক্লাস করাতে চাও, আমি ঠিক পৌঁছে যাব। যদি খুব কষ্টকর কোনও আসনও হয়, আমায় ডাকতেই পারো।’’

ভারতে গণতন্ত্রের ভিত্তি ও সহিষ্ণুতার ইতিহাসের প্রশংসা করেন নেতানিয়াহু। তাঁর কথায়, ‘‘ভারতে বসবাসকারী ইহুদিদের কখনওই অন্য দেশের মতো বিদ্বেষের শিকার হতে হয়নি। এটা সম্ভব হয়েছে এ দেশের দারুণ সভ্যতা, সহিষ্ণুতা আর গণতন্ত্রের জন্যই।’’ দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে কৃষি, বিজ্ঞান, প্রযুক্তি— এগুলোই মূল গুরুত্বের বিষয়। সহযোগিতা বাড়বে তেল ও গ্যাস, ফিল্মে সহ-প্রযোজনা, বিমান পরিবহণেও। ফিল্ম শুনে নেতানিয়াহু লাফিয়ে ওঠেন। বলেন, ‘‘বলিউডে ঢুকতে পারছি জেনে আমি আমার স্ত্রী দু’জনেই খুশি!’’ এই সফরে মুম্বইয়ে বলিউড সেলেব্রিটিদের সঙ্গে দেখা করার কথা সন্ত্রীক নেতানিয়াহুর। উষ্ণতাই ভরিয়ে রাখল সাক্ষাৎ পর্ব। জেরুসালেম বিতর্ক ছুঁলই না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Benjamin Netanyahu Narendra Modi Israel PM Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE