Advertisement
১৯ এপ্রিল ২০২৪

চিরকুটে হাইজ্যাকের হুমকি, তড়িঘড়ি অবতরণ দিল্লিগামী বিমানের

রাত দু’টো নাগাদ দিল্লির উদ্দেশ্যে মুম্বই থেকে রওনা দিয়েছিল জেট এয়ারওয়েজের ৯ডব্লিউ৩৩৯ বিমানটি।

সংবদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৭ ১০:৪০
Share: Save:

অপহরণের আশঙ্কায় জরুরি অবতরণ করা হল দিল্লিগামী জেট এয়ারওয়েজের একটি বিমানকে। মুম্বই থেকে ওড়ার কিছু ক্ষণের মধ্যেই অমদাবাদে নামানো হয় বিমানটিকে। ১১৫ জন যাত্রী এবং ৭ জন ক্রু মেম্বার রয়েছেন ওই বিমানে।

রবিবার রাত দু’টো নাগাদ দিল্লির উদ্দেশে মুম্বই থেকে রওনা দিয়েছিল জেট এয়ারওয়েজের ৯ডব্লিউ৩৩৯ বিমানটি। উড়ান যখন মাঝ আকাশে, তখনই বিমানের টয়লেটে একটি চিরকুট খুঁজে পান বিমানকর্মীরা। যাতে লেখা ছিল—‘‘৯ডব্লিউ৩৩৯ বিমানটি অপহরণকারীরা ঘিরে রেখেছে। কোনও ভাবেই বিমানটির অবতরণ করানো যাবে না এবং সোজা পাক অধিকৃত কাশ্মীরের দিকে নিয়ে যেতে হবে। বিমানে ১২ জন অপহরণকারী রয়েছে। যদি বিমান অবতরণ করানোর চেষ্টা করা হয় তবে, যাত্রীদের মৃত্যুর আর্তনাদ শোনা যাবে। আর এটাকে ঠাট্টা হিসেবে নিলে ভুল হবে। বিমানের কার্গোতে প্রচুর পরিমাণে বিস্ফোরক মজুত রয়েছে। দিল্লিতে বিমানটিকে অবতরণে চেষ্টা করলেই বিস্ফোরণ ঘটানো হবে।’’

আরও পড়ুন: রাহুলের ‘পিডি গাঁধী’ নিয়ে সরগরম টুইটার

বিমানকর্মীরা তড়িঘড়ি সে কথা বিমানচালককে জানান। এয়ার ট্রাফিক কন্ট্রোলকে পাইলট বিষয়টি জানানোর পর রাত তিনটে পঁয়তাল্লিশ নাগাদ অমদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটি। যাত্রীদের প্রত্যেককে পরীক্ষা করার পর পরীক্ষা করা হচ্ছে বিমানটিকেও। ওই বিমানে থাকা এক যাত্রী বলেন, ‘‘অমদাবাদে বিমানটি অবতরণের আগে সমস্ত যাত্রীর একপ্রস্থ তল্লাশি চালানো হয়। এর পর বিমান থেকে সবাইকে নেমে যেতেও বলেন বিমানকর্মীরা।’’

বিমানবন্দর কর্তৃপক্ষ এই ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন। জেটের তরফেও বিষয়টি স্বীকার করে জানানো হয়েছে, বিমানটির পরীক্ষা শেষ হলেই যাত্রীদের গন্তব্যে পৌঁছনোর ব্যবস্থা করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE