Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Mukesh Ambani

‘বিনা পয়সায়’ ফোর-জি ফোন, ফের জিও বিপ্লব!

বহু প্রতীক্ষিত রিলায়েন্স নতুন জিও ফোনের হ্যান্ডসেটটি প্রকাশ্যে আনলেন জিও-র কর্ণধার। সংস্থার ৪০-তম বার্ষিক সম্মেলনে এই ৪জি ফিচারের ফোনটির আত্মপ্রকাশের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ জুলাই ২০১৭ ১৩:১৪
Share: Save:

আবার চমক। আবার বিপ্লব! ‘নিখরচা’য় ফোর-জি ফোন দেওয়ার কথা ঘোষণা করলেন মুকেশ অম্বানী।

বহু প্রতীক্ষিত রিলায়েন্স নতুন জিও ফোনের হ্যান্ডসেটটি প্রকাশ্যে আনলেন জিও-র কর্ণধার। সংস্থার ৪০-তম বার্ষিক সম্মেলনে এই ৪জি ফিচারের ফোনটির আত্মপ্রকাশের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এ দিন মুকেশ অম্বানী জানান, ফোনটি কিনতে হলে প্রথমে ১৫০০ টাকা জমা দিতে হবে। পরে ওই পুরো টাকাটাই ফেরত পেয়ে যাবেন গ্রাহকরা। অর্থাত্, জিও-র নতুন এই ফোনটি মিলবে বিনামূল্যেই।

এই ফোনে মিলবে ফোর-জির সমস্ত সুযোগ সুবিধা। ভারতের ৫০ কোটি ফিচার ফোন ইউজারের হাতে নতুন ফোনটি তুলে দিতে চান অম্বানী। আগামী ১৫ অগস্ট থেকে ফোনটির ট্রায়াল রান শুরু হবে দেশের মেট্রো শহরগুলিতে। ফোনটি প্রি-বুক করতে পারবেন ২৪ অগস্ট থেকে।

ফোর-জি নেটওয়ার্কে এখন দেশের এক নম্বরে জিও। ট্রাইয়ের রিপোর্ট এমনটাই বলছে। ট্রাইয়ের শেষ তিন মাসের রিপোর্ট অনুযায়ী, ডাউনলোড ডেটা স্পিডের নিরিখে ভোডাফোন, এয়ারটেল, আইডিয়ার মতো অন্যতম প্রধান টেলিকম সংস্থার নেটওয়ার্ককে টেক্কা দিয়ে একেবারে উপরে রয়েছে জিও। এর পাশাপাশি একাধিক আকর্ষণীয় ডেটা অফারের হাত ধরে দেশের টেলিকম দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় নেটওয়ার্ক হয়ে উঠেছে। তাই ২৪ অগস্টের পর টেলিকম বাজারের সিংহভাগই জিও-র দখলে চলে আসবে বলে মনে করছেন অনেকেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Reliance Jio Mukesh Ambani Mobile Feature Phone
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE