Advertisement
২৩ এপ্রিল ২০২৪

নিজের বাড়িতেই আততায়ীর গুলিতে হত কর্নাটকের বিশিষ্ট শিক্ষাবিদ

নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় আততায়ীর হামলায় নিহত হলেন কর্নাটকের বিশিষ্ট শিক্ষাবিদ তথা গবেষক এম এম কলবুর্গি (৭৭)। রবিবার সকাল পৌনে ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে ধারওয়াড় জেলার কল্যাণনগরে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৫ ১৪:০০
Share: Save:

নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় আততায়ীর হামলায় নিহত হলেন কর্নাটকের বিশিষ্ট শিক্ষাবিদ তথা গবেষক এম এম কলবুর্গি (৭৭)। রবিবার সকাল পৌনে ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে ধারওয়াড় জেলার কল্যাণনগরে।

পুলিশ জানিয়েছে, এ দিন সকালে কলিং বেলের শব্দ শুনে দরজা খোলার সঙ্গে সঙ্গে কলবুর্গিকে লক্ষ করে গুলি ছোড়া হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কলবুর্গিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

হাম্পি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সাহিত্য অকাদেমি প্রাপ্ত এম এম কলবুর্গি অতীতে বহু বার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় বিষয়ে সরব হয়ে বিতর্কে জড়িয়েছিলেন। অর্ধশতকের কেরিয়ারে তাঁর চারশোরও বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে খুনের কারণ নিয়ে এখনও ধন্দে তারা। আততায়ীর পরিচয় বা ক’টি গুলি চলেছে সে বিষয়ে সঠিক তথ্য জানা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hampi University MM Kalburgi Dharwad gunman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE