Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Gujarat

গুজরাত থেকে হিমাচল, কে জিতলেন, কে হারলেন

দেখে নিন দুই রাজ্যের হেভিওয়েটরা কে কোথায় দাঁড়িয়ে। 

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৭ ০৮:০১
Share: Save:

হিমাচল প্রদেশ এবং গুজরাত দুই রাজ্যেই জয় পেয়েছে বিজেপি। দুই রাজ্যেই কিছু হেভিওয়েট নেতার জয় যেমন হয়েছে, তেমনই পরাজিতও হয়েছেন অনেকে।

দেবভূমিতে কংগ্রেসকে সরিয়ে ক্ষমতায় এল বিজেপি। আবার গুজরাতে টানা ছ’বার ক্ষমতা ধরে রাখলেন মোদী-অমিত শাহরা।

গুজরাতে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। দেখে নিন দুই রাজ্যের হেভিওয়েটরা কে কোথায় দাঁড়িয়ে।

গুজরাতের হেভিওয়েটরা

মুখ্যমন্ত্রী বিজয় রুপাণী (বিজেপি): পশ্চিম রাজকোট

ইন্দ্রনীল রাজ্যগুরু (কংগ্রেস): পশ্চিম রাজকোট (সবচেয়ে ধনী প্রার্থী)

উপমুখ্যমন্ত্রী নিতিন পটেল (বিজেপি): মহেসণা

আরও পড়ুন: গুজরাত লাইভ: মোদীর রাজ্য কার হাতে, শুরু ভোট গণনা

আরও পড়ুন: গুজরাতে অঙ্কে মজে বিজেপি-কংগ্রেস, দু’পক্ষই

জিতু বাঘাণী (বিজেপি): ভাবনগর পশ্চিম

জয়নারায়ণ ব্যাস (বিজেপি): সিদ্ধপুর

শক্তিসিন গোহিল (বিজেপি): মাণ্ডবী

অল্পেশ ঠাকোর (কংগ্রেস): রাধনপুর

অর্জুন মোঢওয়াডিয়া (কংগ্রেস): পোরবন্দর

জিগ্নেশ মেবাণী (নির্দল): বডগাম

সিদ্ধার্থ পটেল (কংগ্রেস): দাভোই

হিমাচল প্রদেশের হেভিওয়েটরা

আশা কুমারী (কংগ্রেস): ডালহৌসি



সুধীর শর্মা (কংগ্রেস): ধর্মশালা



অনিল শর্মা (বিজেপি): মান্ডি



সৎপাল সিংহ সাত্তি (বিজেপি): উনা

বিক্রমাদিত্য সিংহ (কংগ্রেস): শিমলা গ্রামীণ



বীরভদ্র সিংহ (কংগ্রেস): আরকি

প্রেমকুমার ধুমল (বিজেপি): হামিরপুর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE