Advertisement
২৩ এপ্রিল ২০২৪

কলকাতা থেকে ঢাকা পর্যন্ত নয়া বাসযাত্রা

কলকাতা থেকে খুলনা ছুঁয়ে ঢাকা পর্যন্ত বাসযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন হল শনিবার। এ বার এক ধাপ এগিয়ে এ পারের উত্তরবঙ্গের সঙ্গে সড়ক যোগাযোগ গড়তে চায় বাংলাদেশ।

যাত্রারম্ভ: কলকাতা-খুলনা-ঢাকা বাসযাত্রার সূচনা। শনিবার, নবান্নের সামনে। নিজস্ব চিত্র

যাত্রারম্ভ: কলকাতা-খুলনা-ঢাকা বাসযাত্রার সূচনা। শনিবার, নবান্নের সামনে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৭ ০৪:০৯
Share: Save:

কলকাতা থেকে খুলনা ছুঁয়ে ঢাকা পর্যন্ত বাসযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন হল শনিবার। এ বার এক ধাপ এগিয়ে এ পারের উত্তরবঙ্গের সঙ্গে সড়ক যোগাযোগ গড়তে চায় বাংলাদেশ। সে জন্য খুব শীঘ্রই ভারতের বিদেশমন্ত্রকের কাছে মালদহ থেকে রাজশাহি হয়ে ঢাকা পর্যন্ত বাস চলাচলের প্রস্তাব দিতে চলেছে বাংলাদেশ।

এ দিনের অনুষ্ঠানের পরে রাজ্যের পরিবহণ দফতর এবং কেন্দ্রের সড়ক পরিবহণ মন্ত্রকের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের প্রতিনিধিরা। সেখানেই মালদহ থেকে রাজশাহি হয়ে ঢাকা পর্যন্ত বাস রাস্তা চালুর ব্যাপারে উৎসাহ দেখান তাঁরা। বাংলাদেশ থেকে আসা এক প্রতিনিধির কথায়, ‘‘আমাদের দেশের সড়ক পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকে ওই প্রস্তাব বিদেশ মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে। শীঘ্রই বিদেশ মন্ত্রক ওই প্রস্তাব ভারতের বিদেশ মন্ত্রকের কাছে পাঠাবে।’’ ওই কর্তার কথায়, ‘‘উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার তেমন যোগাযোগ নেই। অথচ পশ্চিমবঙ্গের অনেকেই বাংলাদেশ যেতে চান। আমাদের দেশের অনেকেও উত্তরবঙ্গে যেতে চান। তাই আমরা এই পরিষেবা চালু করতে চাইছি।’’

বর্তমানে কলকাতা থেকে তিনটি রুটে ঢাকায় বাস রয়েছে। একটি ক্ষেত্রে বাস কলকাতা থেকে যশোর, খুলনা হয়ে গোয়ালন্দে পদ্মা পেরিয়ে ঢাকা যায়। অন্যটি ওই রুটেই ঢাকা থেকে কুমিল্লা হয়ে আগরতলা। আর একটি বাসযাত্রা এ দিন চালু হলো। বাসটি কলকাতা থেকে যশোর, খুলনা হয়ে মাওয়া থেকে পদ্মা পেরোবে। তার পরে বিক্রমপুর হয়ে ঢাকা যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bus Service Kolkata Dhaka
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE