Advertisement
২৫ এপ্রিল ২০২৪

সুষমার স্বামীকে ডিরেক্টরের পদ দিতে চেয়েছিলেন ললিত

ললিত মোদী-কাণ্ডে আজ আবার নতুন কঙ্কাল বেরিয়ে পড়ল সুষমা স্বরাজের ঘর থেকে। স্বভাবতই আজ বুঝি একটু দম ফেলার সুযোগ পেলেন বসুন্ধরা রাজে। আগেই অভিযোগ উঠেছে, আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত পলাতক প্রাক্তন আইপিএল কর্তা ললিত মোদীকে গত বছর জুলাইয়ে ব্রিটিশ ভিসা পাইয়ে দিতে সাহায্য করেছিলেন বিদেশমন্ত্রী সুষমা। নতুন তথ্য ফাঁসে আজ জানা গিয়েছে, ওই ঘটনার ঠিক এক মাস পরেই নিজের ব্যবসায়িক সংস্থা ইন্দোফিলের ডিরেক্টর হওয়ার জন্য সুষমার স্বামী স্বরাজ কৌশলের নাম প্রস্তাব করেছিলেন ললিত মোদী।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ জুলাই ২০১৫ ০৩:২৪
Share: Save:

ললিত মোদী-কাণ্ডে আজ আবার নতুন কঙ্কাল বেরিয়ে পড়ল সুষমা স্বরাজের ঘর থেকে। স্বভাবতই আজ বুঝি একটু দম ফেলার সুযোগ পেলেন বসুন্ধরা রাজে।

আগেই অভিযোগ উঠেছে, আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত পলাতক প্রাক্তন আইপিএল কর্তা ললিত মোদীকে গত বছর জুলাইয়ে ব্রিটিশ ভিসা পাইয়ে দিতে সাহায্য করেছিলেন বিদেশমন্ত্রী সুষমা। নতুন তথ্য ফাঁসে আজ জানা গিয়েছে, ওই ঘটনার ঠিক এক মাস পরেই নিজের ব্যবসায়িক সংস্থা ইন্দোফিলের ডিরেক্টর হওয়ার জন্য সুষমার স্বামী স্বরাজ কৌশলের নাম প্রস্তাব করেছিলেন ললিত মোদী। ললিত প্রস্তাব দিয়েছিলেন, তাঁর অনুপস্থিতিতে কৌশলই তাঁর হয়ে সংস্থার কাজ সামলাবেন। যদিও স্বরাজ কৌশল শেষ পর্যন্ত সেই প্রস্তাব গ্রহণ না-করায় সেটি প্রত্যাহারও করা হয়। তবে ললিত মোদীর বাবা তথা ইন্দোফিলের কর্ণধার কে কে মোদী আজ স্বীকার করেছেন— স্বরাজ কৌশল তাঁদের নিয়মিত বেতনভোগীর তালিকাতেই ছিলেন।

সুষমার বিরুদ্ধে এই নতুন তথ্য ফাঁস হতেই তাঁর ইস্তফার দাবিতে আজ আরও চাপ বাড়ালেন বিরোধীরা। তাঁদের মতে, মোদী-সুষমা আর্থিক আঁতাঁতের ছবিটা এখন জলের মতো পরিষ্কার। ললিত মোদী যাতে পাসপোর্ট ফিরে পান সে জন্য তাঁর হয়ে উচ্চ আদালতে মামলা লড়েছিলেন সুষমার স্বামী-মেয়ে। সুষমার দেওরের ছেলেকে ব্রিটেনের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এর পর বিলেতে তদ্বির করেন ললিত। তার পর মোদীকে ব্রিটিশ ভিসা পাইয়ে দিতে সাহায্য করেন সুষমা। সব শেষে ললিত মোদী তাঁর সংস্থায় স্বরাজ কৌশলকে ডিরেক্টর করার প্রস্তাবটি দেন। কংগ্রেসের মতে— মোদী-সুষমা লেনদেনের এর চেয়ে বড় প্রমাণ আর কী হতে পারে! সুতরাং বিদেশমন্ত্রীর পদ থেকে সুষমাকে এখনই সরানো হোক।

বিরোধীদের এই সব অভিযোগ সামাল দিতে আজ প্রথম বার মুখ খোলেন সুষমার স্বামী স্বরাজ কৌশল স্বয়ং। তাঁর বক্তব্য, ‘‘গত বিশ বছর ধরে আমি ললিত মোদীর আইনজীবী। তবে ইন্দোফিলের ডিরেক্টর পদের দায়িত্ব নেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম। এতে বিতর্কের কী আছে!’’ অন্য দিকে কে কে মোদী বলেন, ‘‘যে হেতু প্রস্তাবটি পরে ফিরিয়ে নেওয়া হয়েছিল, তাই কোম্পানির বোর্ডে এ ব্যাপারে কোনও আলোচনা হয়নি।’’ বিজেপিরও বক্তব্য, কেউ রাজনীতিতে রয়েছেন বলে তাঁর পরিবারের সদস্যরা তাঁদের পেশা ছেড়ে দেবেন!

জবাবে কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, ‘‘নরেন্দ্র মোদী কী ভাবছেন? মানুষ ঘাস খায়, কিছুই বোঝে না! এক জন ফেরার অভিযুক্তকে সরকার যখন খুঁজছে, তখন তাঁকে পালিয়ে বেড়াতে সাহায্য করছেন খোদ বিদেশমন্ত্রী। আর বিনিময়ে সুবিধা নিচ্ছে তাঁর গোটা পরিবার।’’ বস্তুত সুষমা-বসুন্ধরার কেলেঙ্কারিকে সামনে রেখে কংগ্রেসের মুখ্য নিশানা এখন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাই মোদীর মৌন থাকা নিয়ে ফের কটাক্ষ করে অভিষেক বলেন, ‘‘সুষমা-বসুন্ধরা-পঙ্কজাকে অমিত শাহ কী সার্টিফিকেট দিচ্ছেন— আমরা কেন দেখতে যাব? প্রধানমন্ত্রী শুধু বিজেপির নন, দেশের সকলের। তিনি সাংবিধানিক পদে বসে রয়েছেন। তাঁকেই জবাব দিতে হবে!’’

এ প্রসঙ্গে আজ দু’টি অতীত দৃষ্টান্তের কথা তুলে ধরেছে কংগ্রেস। এক ইউপিএ জমানার বিদেশমন্ত্রী নটবর সিংহ। এবং দুই দিল্লিতে বর্তমান আপ সরকারের সদ্য প্রাক্তন আইনমন্ত্রী জিতেন্দ্র সিংহ তোমর। কংগ্রেসের যুক্তি— ভোলকার কাণ্ডে নটবর সিংহের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছিল। আদালতে সাজা না-হলেও নৈতিক কারণে তাঁকে ইস্তফা দিতে হয়েছিল। আবার হালফিলে ভুয়ো ডিগ্রি কাণ্ডে গ্রেফতার হয়ে জেলে গিয়েছেন আপ সরকারের আইনমন্ত্রী। তা হলে মোদীর মন্ত্রীরা কি মহামানব? তাঁদের জন্য দেশে পৃথক আইন চলবে! রাজনীতিতে মোদী কি তা হলে নৈতিকতার নতুন মানদণ্ড তৈরি করছেন? অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, ‘‘এটা কী ? মোদী মরালিটি বা নরেন্দ্র নৈতিকতা!’’ সুষমা স্বরাজ কী ভাবে ললিত মোদীকে ব্রিটিশ ভিসা পেতে সাহায্য করেছেন, কংগ্রেসের সুরে তা প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়াচুরিও।

ঘটনা হল, এক দিকে যেমন ললিত-কাণ্ডে নতুন তথ্য ফাঁসে সরকারের অস্বস্তি বেড়েছে। তেমনই ললিত মোদীও বিলেতে বসে ধারাবাহিক ট্যুইটের মাধ্যমে জলঘোলা করে চলেছেন। তাতে রাজনীতি, ক্রিকেট, বাণিজ্যিক স্বার্থ নিয়ে নানা কেচ্ছার অভিযোগ তুলেছেন। এমনকী এ প্রশ্নও তুলেছেন, তাঁর বিরুদ্ধে ইডি তদন্ত হলে অরুণ জেটলি বা রাজীব শুক্লর বিরুদ্ধে কেন হবে না। এরই পাশাপাশি আজ বরুণ গাঁধী ও সনিয়া গাঁধী প্রসঙ্গেও টুইট করেছেন ললিত মোদী। তাঁর দাবি, কয়েক বছর আগে লন্ডনে এক বার তাঁর সঙ্গে বরুণের দেখা হয়েছিল। বরুণ তাঁকে বলেছিলেন, ইতালিতে সনিয়ার এক বোনের সঙ্গে দেখা করতে। এ-ও জানিয়েছিলেন, ‘মওসিজি’কে ৬ কোটি ডলার দিলে সব মামলা মিটে যাবে।

এই ঘটনায় সনিয়া গাঁধীকে আক্রমণ করে কংগ্রেসকে এক হাত নিয়েছেন বিজেপি নেতৃত্ব। এমনকী ‘টু-জি, থ্রিজি, সিডব্লিউজি, জিজাজি’র পর এ বারে ‘মওসিজি’ (মাসী) যোগ হল বলেও কটাক্ষ করেছেন। কিন্তু আক্রমণের তালিকায় এ ভাবে ‘মওসিজি’ যোগ করলে তো বরুণের বিরুদ্ধে অভিযোগই মেনে নেওয়া হল! বিজেপির বক্তব্য, বরুণ নিজেই এর সাফাই দেবেন, দল তাঁর হয়ে সাফাই দেবে না। বরুণ অবশ্য জানিয়েছেন, ললিতের দাবি অসত্য। লন্ডনে দেখা হলেও এমন কোনও কথা তিনি ললিতকে বলেননি।

মোদীর এই ট্যুইট নিয়ে আজ প্রশ্নের মুখে পড়তে হয় কংগ্রেসকেও। প্রশ্ন উঠেছে, ললিত মোদী সুষমা বা বসুন্ধরাকে নিয়ে কোনও ট্যুইট করলে সেটা ধ্রুব সত্য বলে মানছে কংগ্রেস, তা হলে বরুণের ব্যাপারটি তারা কেন গুরুত্ব দেবে না? জবাবে কংগ্রেস মুখপাত্র সিঙ্ঘভি বলেন, ‘‘এ সব বলে আসলে বড় মোদীর থেকে দৃষ্টি ঘোরাতে চাইছেন ছোট মোদী। কিন্তু সুষমা-বসুন্ধরার ক্ষেত্রে ফারাক রয়েছে। ওঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য ও নথি রয়েছে। ওঁরা সেগুলির সত্যতাও স্বীকার করছেন। কংগ্রেসের কারও বিরুদ্ধে এমন তথ্য বা নথি আছে কি? থাকলে ললিত মোদী সেটা দেখাক।’’

মজার ব্যাপার সুষমা-ললিত যোগের ব্যাপারটা সামনে আসায় আজ ঢোলপুরের প্রাসাদ থেকে কিছুটা দৃষ্টি সরেছে। তা ছাড়া, ঢোলপুর প্রাসাদের মালিকানা নিয়ে হইচই য়ে করায় কংগ্রেসের একাংশও ক্ষুব্ধ। তাঁদের মতে, কংগ্রেসেও অনেক রাজা-মহারাজা রয়েছেন। দু’দিন বাদে তাঁদের সম্পত্তি নিয়ে কেঁচো খোঁড়া শুরু হলে কোন কেউটে বার হয় কে জানে? এই অবস্থায় আজ কংগ্রেসের মঞ্চ থেকে অভিষেক বলেন, ঢোলপুরের প্রাসাদের মালিকানা কার, সেটা বড় ব্যাপার নয়। আসল বিষয় হল ওই হোটেল সংস্থায় ললিত মোদীর বিনিয়োগ। তাতেই বসুন্ধরা-ললিত মোদী অশুভ আর্থিক আঁতাঁতটাই প্রমাণিত হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE