Advertisement
১৯ এপ্রিল ২০২৪

কংগ্রেসের অনুষ্ঠানে মোদীর বিরুদ্ধে সরব লালু

নোট বাতিলের আড়ালে ‘বড় খেলা’ হয়েছে বলে অভিযোগ করলেন লালুপ্রসাদ। পাশপাশি জিএসটি-র জেরে দেশের অর্থনৈতিক ব্যবস্থা পিছিয়ে পড়েছে বলেও দাবি তাঁর। সমস্ত দিক থেকে কেন্দ্র ব্যর্থ বলেই দাবি করেন তিনি।

মালায়: বিহারের প্রথম মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিংহের ১৩০তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে বরণ করে নেওয়া হচ্ছে আরজেডি প্রধান লালুপ্রসাদ এবং লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমারকে। শনিবার পটনায়। ছবি: পিটিআই।

মালায়: বিহারের প্রথম মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিংহের ১৩০তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে বরণ করে নেওয়া হচ্ছে আরজেডি প্রধান লালুপ্রসাদ এবং লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমারকে। শনিবার পটনায়। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
পটনা শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৭ ০৩:০৭
Share: Save:

নোট বাতিলের আড়ালে ‘বড় খেলা’ হয়েছে বলে অভিযোগ করলেন লালুপ্রসাদ। পাশপাশি জিএসটি-র জেরে দেশের অর্থনৈতিক ব্যবস্থা পিছিয়ে পড়েছে বলেও দাবি তাঁর। সমস্ত দিক থেকে কেন্দ্র ব্যর্থ বলেই দাবি করেন তিনি।

আজ পটনার জ্ঞান ভবনে বিহারের প্রথম মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিংহের জন্মজয়ন্তী উপলক্ষে সভার আয়োজন করেছিল কংগ্রেস। সেখানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন আরজেডি প্রধান। বিজেপি-বিরোধী ঐক্যের হয়ে এ দিন ফের সওয়াল করেন লালু। ২০১৯ সালের লোকসভা ভোটে নরেন্দ্র মোদীর ‘পাত্তা সাফ’ হবে বলেই দাবি তাঁর।

লালুর অভিযোগ, ‘‘তিন বছরে দেশের দুর্গতি বেড়েছে। মানুষকে ঠকিয়েছেন নরেন্দ্র মোদী।’’ বিহারের মানুষের জনমত চুরি করা হয়েছে বলে ফের নীতীশকে তোপ দাগেন তিনি। অনুষ্ঠানে হাজির লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমার বলেন, ‘‘সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকলকে একজোট হয়ে লড়তে হবে। শ্রীবাবু আমাদের সেই আদর্শই শিখিয়েছেন।’’

২৪ ও ২৫ অক্টোবর রেলের হোটেল টেন্ডার দুর্নীতির তদন্তে ইডি দিল্লিতে প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ীদেবীকে ডেকেছে। তবে আগামী ২৫ অক্টোবর ছট ব্রতের প্রস্তুতির জন্য তিনি হাজিরা দিতে পারবেন না বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। তেজস্বী যাদবকে ২৪ অক্টোবর ডেকে পাঠিয়েছে ইডি। তিনিও হাজিরা দেবেন না বলে জানিয়েছেন। সূত্রের খবর, গোটা বিষয়টি নিয়ে কঠোর পদক্ষেপ করতে পারে ইডি। রাজ্যের ভিজিল্যান্স দফতরও ‘মাটি’ দুর্নীতির বিরুদ্ধে ফের তদন্ত শুরু করেছে। পটনা চিড়িয়াখানায় প্রায় ৯০ লক্ষ টাকার মাটি কেনা নিয়ে তৎকালীন বনমন্ত্রী তেজপ্রতাপ যাদবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিলেন সুশীল মোদী। রাজ্য ভিজিল্যান্স সেই অভিযোগের তদন্ত শুরু করছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE