Advertisement
১৬ এপ্রিল ২০২৪
National news

মৃত জঙ্গির ছবিতে নির্দোষ জীবিত ব্যক্তির নাম কাশ্মীরে!

সংবাদ সংস্থা পিটিআই-কে মজিদ বলেন, “সংবাদমাধ্যমগুলোতে নিহত জঙ্গিদের সঙ্গে আমার ছবি দেখে চমকে উঠেছিলাম।”

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
জম্মু শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৭ ১৩:০১
Share: Save:

সংবাদমাধ্যমগুলির প্রথম পাতায় জ্বলজ্বল করছিল তাঁর ছবি। নীচে লেখা রয়েছে ‘আবু জারগাম’। চ্যানেলগুলোতেও সেই ছবি দেখানো হচ্ছিল বার বার। পড়শির কাছ থেকে খবরটা পেয়েছিলেন জম্মু-কাশ্মীরের বান্দিপোরার বাসিন্দা আব্দুল মজিদ।

আরও পড়ুন: খোলা জায়গায় মূত্রত্যাগ করে বিতর্কে মহারাষ্ট্রের মন্ত্রী

বিষয়টা যাচাই করতে গিয়েই চমকে ওঠেন মজিদ। বান্দিপোরায় যে ছয় লস্কর জঙ্গিকে গুলি করে মেরেছিল ভারতীয় সেনা তাদেরই এক জনের নামের সঙ্গে তাঁর ছবি সেঁটে বেমালুম চালিয়ে দিয়েছে সংবাদমাধ্যমগুলো!

সংবাদ সংস্থা পিটিআই-কে মজিদ বলেন, “সংবাদমাধ্যমগুলোতে নিহত জঙ্গিদের সঙ্গে আমার ছবি দেখে চমকে উঠেছিলাম।” তাঁর অভিযোগ, ফেসবুক থেকে কেউ তাঁর ছবি ডাউনলোড করে নিহত জঙ্গি বলে ছড়িয়ে দিয়েছে। এটা একটা ষড়যন্ত্র। কী ভাবে এমন ঘটনা ঘটল তার তদন্ত হওয়া দরকার। জঙ্গি না হওয়া সত্ত্বেও সংবাদমাধ্যমে জঙ্গি হিসেবে দেখিয়ে তাঁর ভাবমূর্তিকে নষ্ট করা হয়েছে। সংবাদমাধ্যম ও রাজ্য সরকারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে পুলিশে মামলা দায়ের করেছেন মজিদ।

আরও পড়ুন: উত্তরাখণ্ডের জঙ্গলে ডাইনোসর! ‘অচেনা’ প্রাণীর দেহাবশেষে চাঞ্চল্য

এলাকারই খাটি কা তালাও-এ বারবিকিউয়ের দোকান আছে মজিদের। বাড়িতে রয়েছেন স্ত্রী আর দুই সন্তান। ছাপোষা মানুষটির নাম এ ভাবে জঙ্গিদের সঙ্গে জড়িয়ে দেওয়ায় এলাকাবাসীও রীতিমতো অবাক। মজিদ বলেন, “জানি না কার ষড়যন্ত্র এটা। তবে আমার ভাবমূর্তিকে নষ্ট করতেই এমনটা করা হয়েছে। কোনও প্রমাণ ছাড়াই সংবাদমাধ্যমগুলো এক জন নির্দোষ মানুষকে জঙ্গি বলে চালিয়ে দিল কী ভাবে?”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE