Advertisement
১৮ এপ্রিল ২০২৪
National News

পাক গুপ্তচর সংস্থার সাইবার ফাঁদ! চুরি হয়েছে সেনার বহু গোপন নথি?

কী ভাবে নজরে এল পাকিস্তানের সাইবার গুপ্তচরবৃত্তি? ভারতীয় গোয়েন্দা সংস্থাই বিষয়টি গত বছর প্রথম খেয়াল করে বলে জানা গিয়েছে। সাইবার অপরাধ বা সাইবার হানার বিষয়ে ভারতীয় গোয়েন্দারা সব সময়‌ই সতর্ক থাকেন। ইন্টারনেট দুনিয়ায় নজরদারিও চলে নিরন্তর।

 সাইবার গুপ্তচরবৃত্তি ধরা পড়তেই ম্যালওয়্যারগুলি পাকিস্তান সরিয়ে ফেলেছেন। —প্রতীকী ছবি / এএফপি।

সাইবার গুপ্তচরবৃত্তি ধরা পড়তেই ম্যালওয়্যারগুলি পাকিস্তান সরিয়ে ফেলেছেন। —প্রতীকী ছবি / এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ জুন ২০১৭ ২২:৪৭
Share: Save:

সাইবার ফাঁদ পেতেছিল পাকিস্তান। ভারতীয় সেনা এবং প্রতিরক্ষা মন্ত্রকের বহু কর্তা নাকি সে ফাঁদে ইতিমধ্যেই পা-ও দিয়ে ফেলেছেন। আর সেই ফাঁদ বেয়ে নাকি পাকিস্তানের সাইবার গুপ্তচরদের হাতে পৌঁছে গিয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক এবং সামরিক বাহিনী সংক্রান্ত বহু গোপন তথ্য। এই খবর প্রকাশ্যে এনেছে নিউজ ১৮ ওয়েবসাইট। খবরের ওয়েবসাইট এবং অ্যাপের মুখোশ ধরে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই ভারতীয় সেনার অন্দরমহলে গুপ্তচরবৃত্তি চালাচ্ছিল বলে জানা গিয়েছে। গুপ্তচরবৃত্তি ধরা পড়তেই ভুয়ো ওয়েবসাইটগুলিকে পাকিস্তান বন্ধ করে দিয়েছে বলেও খবর।

কী ভাবে নজরে এল পাকিস্তানের সাইবার গুপ্তচরবৃত্তি? ভারতীয় গোয়েন্দা সংস্থাই বিষয়টি গত বছর প্রথম খেয়াল করে বলে জানা গিয়েছে। সাইবার অপরাধ বা সাইবার হানার বিষয়ে ভারতীয় গোয়েন্দারা সব সময়‌ই সতর্ক থাকেন। ইন্টারনেট দুনিয়ায় নজরদারিও চলে নিরন্তর। সেই নজরদারির প্রক্রিয়াতেই একটি আইপি অ্যাড্রেসের গতিবিধি ভারতীয় গোয়েন্দাদের মনে সন্দেহ জাগিয়েছিল। আইপি অ্যাড্রেসটি পাকিস্তানের ছিল এবং ভারতের গুরুত্বপূর্ণ সামরিক পরিকাঠামোগুলিকে ঘিরেই তার গতিবিধি লক্ষ্য করা যাচ্ছিল। এক এথিক্যাল হ্যাকারকে কাজে লাগিয়ে ওই আইপি অ্যাড্রেসের বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু হয়। কেঁচো খুড়তে বেরিয়ে আসে কেউটে। দেখা যায়, একটি আইপি অ্যাড্রেস থেকে নয়, একাধিক আইপি অ্যাড্রেস থেকে পাকিস্তান সাইবার গুপ্তচরবৃত্তি চালাচ্ছিল। খবরের ওয়েবসাইটের আড়াল ব্যবহার করে সেই গুপ্তচরবৃত্তি চালানো হচ্ছিল।

নিউজ অ্যাপের আড়ালে তথ্য চুরি করছিল পাকিস্তান। ছক ফাঁস হয়ে গিয়েছে। কিন্তু তেমন কোনও ফাঁদ এখনও

থাকতে পারে বলে গোয়েন্দাদের আশঙ্কা। —প্রতীকী ছবি / এএফপি।

তিনটে নিউজ অ্যাপের নাম উঠে এসেছে, যেগুলি আসলে ম্যালওয়্যার ছিল। অর্থাৎ নিউজ অ্যাপ ভেবে যাঁরা সেগুলিকে মোবাইলে বা কম্পিউটারে ইনস্টল করতেন, তাঁরাই ফাঁদে পড়ে যেতেন। মোবাইল বা কম্পিউটারের যাবতীয় গোপন নথি চুরি হয়ে যেত। পৌঁছে যেত আইএসআই-এর হাতে।

নিউজ অ্যাপগুলির নাম প্রকাশ্যে এসেছে— ইন্ডিয়ান সেনা নিউজ, ভারতীয় সেনা নিউজ এবং ইন্ডিয়া ডিফেন্স নিউজ। ভারতীয় সেনার নানা খবর প্রকাশ করা হত ওই ওয়েবসাইট এবং নিউজ অ্যাপগুলিতে। যাঁরা সেনার সঙ্গে যুক্ত বা সামরিক বিষয়ে জানতে উৎসাহী, স্বাভাবিক ভাবেই তাঁরা এই সব অ্যাপ নিজেদের কম্পিউটারে বা মোবাইলে ইনস্টল করতেন। আর ইনস্টল করা মাত্রই তাঁরা আইএসআই-এর ফাঁদে পড়ে যেতেন। শুধু নথি চুরি করা নয়, আইএসআই-এর এই ম্যালওয়্যারগুলি মোবাইলের কথোপাকথন রেকর্ড করে নিতে পারত, ভিডিও করতে পারত, মোবাইলের স্ক্রিনশট পাঠাতে পারত।

আরও পড়ুন: ফের ভয়ঙ্কর সাইবার হানা, পেটিয়া হামলায় টালমাটাল ইন্টারনেট

অন্তত ৪০ হাজার ভারতীয় আইএসআই-এর ফাঁদে পা দিয়েছেন বলে ভারতীয় গোয়েন্দারা জানতে পেরেছেন। তাঁদের মধ্যে ভারতীয় সেনা বা প্রতিরক্ষা মন্ত্রকের কর্তারাও রয়েছেন বলে খবর। আইএসআই-এর ম্যালওয়্যারগুলিকে চিহ্নিত করার পর, সেগুলির উপর গোপনে নজর রাখা হচ্ছিল। পরে বিষয়টি প্রকাশ করা হয়। আর ভারতীয় গোয়েন্দারা সব জানতে পেরেছেন বুঝেই আইএসআই তাদের ভুয়ো নিউ অ্যাপগুলিকে সরিয়ে ফেলে।

সাইবার বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, পাকিস্তান তিনটি ম্যালওয়্যার সরিয়ে নিয়েছে বলে নিশ্চিন্ত হওয়ার কোনও কারণ নেই। এমন আরও অনেক ম্যালওয়্যার যে ছদ্মবেশে নেট দুনিয়ার ঘুরছে না, তা নিশ্চিত করে বলা যায় না। ভারতীয় সেনার কর্তাদের সতর্ক করা হয়েছে। গুরুত্বপূর্ণ সামরিক পরিকাঠামোর আশেপাশে যখন তাঁরা থাকছেন, তখন তাঁদেরকে মোবাইলের নেট কানেকশন বন্ধ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE