Advertisement
২৪ এপ্রিল ২০২৪

বিহারে ভোট: জোট ছাড়ল ‘অপমানিত’ সপা

বিহার নির্বাচনের আগে বড়সড় ধাক্কা খেল নীতীশ কুমারের নেতৃত্বাধীন মহাজোট। জোট ছেড়ে বেরিয়ে গেল ‘চূড়ান্ত অপমানিত’ সমাজবাদী পার্টি। বৃহস্পতিবার লখনউতে এক সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করলেন দলের নেতা রামগোপাল যাদব।

রামগোপালের সাংবাদিক বৈঠক। ছবি: পিটিআই।

রামগোপালের সাংবাদিক বৈঠক। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৫ ১৪:০৯
Share: Save:

বিহার নির্বাচনের আগে বড়সড় ধাক্কা খেল নীতীশ কুমারের নেতৃত্বাধীন মহাজোট। জোট ছেড়ে বেরিয়ে গেল ‘চূড়ান্ত অপমানিত’ সমাজবাদী পার্টি। বৃহস্পতিবার লখনউতে এক সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করলেন দলের নেতা রামগোপাল যাদব।

আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে বিজেপিকে ঠেকাতে একযোগে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিল জনতা দল (ইউনাইটেড), আরজেডি, কংগ্রেস এবং সমাজবাদী পার্টি। বিজেপি বিরোধী ভোট ভাগ না হতে দেওয়ার তাগিদে হাত মিলিয়েছিলেন একদা শত্রু লালুপ্রসাদ যাদব এবং নীতীশ কুমার। মেনে নিয়েছিলেন নীতীশের নেতৃত্বও। মাত্র কয়েক দিন আগে আসন বন্টন করে এবং বিশাল এক জনসভা করে বিহার ভোটের দামাম বাজিয়েছে জোট। কিন্তু অচিরেই ভেঙে গেল সেই জোট।

রামগোপাল যাদবের মতে, “যে ভাবে আসন ভাগাভাগি হয়েছে, তাতে রাজ্যের নেতারা নিজেদের প্রতারিত মনে করছেন। দলকে চৃড়ান্ত অপমান করা হয়েছে। এই অবস্থায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিহারে একাই লড়বে সপা। একা লড়লে অনেক ভাল ফল করবে দল। সমমনোভাবাপন্ন অন্য দলের সঙ্গে জোট করা হবে কি না তা পরে ভেবে দেখা হবে।” রাজ্যে ২৪৩টি আসনের মধ্যে জোটের অন্যতম শরিক সপা-র জন্য মাত্র পাঁচটি আসন ছাড়া হয়েছিল।

এ দিনের বৈঠকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক রামগোপাল যাদব ছাড়াও উপস্থিত ছিলেন দলের সুপ্রিমো মুলায়মসিংহ যাদব এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অধিলেশ যাদব। এর আগে অবশ্য সনিয়া গাঁধীর ইফতার পার্টিতেও দেখা যায়নি মুলায়ম বা সপা-র অন্য নেতাদের। উল্টে গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি গোপন বৈঠকে করেছিলেন মুলায়ম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE